উন্নত বাংলাদেশ বিনির্মাণে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী প্রকৌশলী শক্তি একতাবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছেন রুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক। রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ৯৯ রুয়েটের কর্তৃক আয়োজিত সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দের পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠানের সভাপতির বক্তবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সিরিজের প্রাক্তন ছাত্রনেতারা অংশগ্রহণ করেন এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়া বক্তারা , মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদানের কথা স্মরণ করেন। এছাড়া দীর্ঘ সংগ্রামের পর ২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামী শাসনের পতনে ছাত্রদলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতীয়তাবাদী চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।