পদ্মানদী সংযোগ সব খাল এখন মৃত প্রায়

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রমত্তা পদ্মানদীতে সেতু নির্মান হওয়ায় নদীগর্ভে বেশীরভাগ জায়গায় বিশাল বিশাল অঞ্চল জুড়ে চর পড়ে গেছে। এতে নদীতেও ব্যাপক নাব্যতা সংকট দেখা দিয়েছে। এর ফলে পদ্মানদীর সাথে সংযোগ সব খালে পানি না আসায় শাখা নদী ও খালগুলো শুকিয়ে মৃত রূপে পরিনত হয়েছে।

দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় শুষ্ক মৌসুমে পানি একেবারেই কমে যাচ্ছে। এতে পদ্মা নদীর অববাহিকায় থাকা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ও লৌহজং উপজেলাসহ নদীর তীরবর্তী অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। এক সময়ের প্রমত্তা পদ্মা শুকিয়ে বিভিন্ন জায়গায় এখন মরা খালে পরিণত হয়েছে। পদ্মায় পানি কমে যাওয়ায় এ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহমান পদ্মার সংযোগ নদী ও খাল গুলোও শুকিয়ে গেছে। এতে এ অঞ্চলে যেমন তাপমাত্রা বাড়ছে তেমনি কর্মসংস্থান হারাচ্ছেন জেলেরা। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী।

এক সময় এ এলাকার মানুষের জীবন-জীবিকা চলতো এ নদীকে কেন্দ্র করে। ১৯৭৫ সালে ভারতের গঙ্গা নদীর উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করে ভারত সরকার। এরপর থেকে পদ্মা নদীতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। বদলে যায় পদ্মা। শুষ্ক মৌসুমে পানির অভাবে পদ্মানদীর গর্ভের অনেক অঞ্চল ধূ-ধূ মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষা মৌসুমে ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলে পদ্মার তীরবর্তী গ্রাম ও শহর নদীগর্ভে বিলীন হয়ে যায়।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার দোহার, মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলার অঞ্চলে পদ্মানদীগর্ভে বিশাল বিশাল এলাকা জুড়ে চর পড়ে ধু-ধু মরুভুমি রূপ নিয়েছে। শ্রীনগরে বাঘড়া ও ভাগ্যকুল ইউনিয়ের পদ্মানদীতে সংযোগ থাকা শ্রীনগর ও দোহার সীমান্তের সাইন পুকুর খাল, বাঘড়া বাজার বড় খাল, বাঘড়া বেপারী খাল, শিকদার বাড়ী খাল, নয়াবাড়ী খাল, নাগর নন্দী খাল, ভাগ্যকুল বড় খাল ও লৌহজং উপজেলার শিমুলিয়া খাল, কান্দিপাড়া খাল, খড়িয়ায় উৎপত্তিস্থল শ্রীনগর গোয়ালীমান্দ্রাখাল, তালতলা ডহুরী খালসহ আরো একাধিক খাল এখন পানিশূন্য হয়ে মৃতের রূপ নিয়েছে। এছাড়াও স্থানীয়রা একাধিক খাল মাটি ভরাট করে দখল করে নেয়। তাছাড়া অনেক খাল কালের গর্ভে বিলিন হয়ে গিয়েছে।

জানা যায়, একসময় এই সবখাল দিয়ে বড় বড় লঞ্চ, স্টিমার, ছোট খাল গুলো দিয়ে ঘাসি, গয়না ও ডিঙ্গি নৌকা চলাচল করত। আর এই এলাকার লোকজন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ ও স্টিমার যোগে মালামাল আনা নেয়াসহ যাতায়াত করতো। খাল গুলো পানির অভাবে শুকিয়ে ছোট আকারে হওয়ায় এখন আর আগের মত কোন কিছু চলাচল করতে পারছে না।

পদ্মানদীর পাড়ের বাসিন্দারা জানান, পদ্মানদী দিন দিন পানিশূন্য হয়ে যাচ্ছে। শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল বালুচর জেগে উঠছে। শ্রীনগর উপজেলার বাঘড়া ও ভাগ্যকুল ইউনিয়নের বিশাল অঞ্চলে শুকনো চর জেগে উঠেছে। পদ্মাসেতুর বেশ কয়েকটি পিলারের নিচে চর জেগে উঠেছে। নদীতে মাছ নেই, জেলেরা নৌকা দিয়ে জাল টেনে নিজেদের খাবারের মাছও জোগাড় করতে পারছেন না। ফলে পদ্মা নির্ভর জেলেদের জীবিকা এখন হুমকির মুখে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী(অতিরিক্ত দায়িত্ব) মোঃ রকিবুল ইসলাম বলেন, নদীর সংযোগস্থলে খালের মুখে পলি পড়ে খালগুলো বন্ধ হয়ে যাওয়া খালগুলো পানিশূন্য। আবার বর্ষা মৌসুমে পানি এসে পানির স্রোতের মুখে বসবাসকারীদের বাড়ীঘর ভেঙ্গে যায়।বালিগাঁও ডহুরী খাল ও ইছামতিনদীর মুখ বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ একযোগে খাল গুলো সংস্কার করলে খালগুলো সচল থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত