জাবি ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হাছিবুর রহমান ও শান্ত মাহবুব। ছবি: সংগৃহীত

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় এলাকার ডিশ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। চাঁদার টাকা না দেওয়ায় ডিশের ব্যবসা বন্ধ রাখা এবং জীবননাশেরও হুমকি দেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। একই সঙ্গে দুই লাখ টাকার সরঞ্জাম ও লাইনম্যানকে মারধর করা নিয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

গতকাল সোমবার রাতে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ডিশ ব্যবসায়ী মমিনউল্লাহ মমিন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শান্ত মাহবুব এবং উপ-দপ্তর সম্পাদক হাছিবুর রহমান। অভিযুক্তদের মধ্যে শান্ত মাহবুব নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং হাছিবুর রহমান ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তিকৃত শিক্ষার্থী। তবে নিয়ম বহির্ভূতভাবে তাঁরা দুজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করেন। তাঁরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে লিটনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জাবি ক্যাম্পাসের পেছনে আমবাগান পানধোয়া বাজার এলাকায় ডিশ লাইনের ব্যবসা করে আসছেন ভুক্তভোগী মমিমউল্লাহ মমিন। জাবি ছাত্রলীগের দুই নেতা হাছিবুর রহমান ও শান্ত মাহবুব এবং তাঁদের লোকজন মমিনের কাছে টাকা দাবি করে আসছেন। গত ১৫ এপ্রিল তাঁরা (নেতারা) ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা করতে দেবেন না বলে তাদের ডিশের লাইন কেটে দেন অভিযুক্তরা।

গত ১ মে (সোমবার) ৫ টার দিকে আমবাগান এলাকায় ডিশ লাইনের বিল তুলতে গেলে কর্মচারী মো. খাইরুলকে তুলে নিয়ে যান অভিযুক্তরা। এ সময় ওই কর্মচারীর কাছে থাকা ডিশ লাইনের বিল উত্তোলনের নগদ ৮ হাজার ৫০০ নিয়ে নেন তাঁরা। এরপর লাইনম্যানদের মারধর করা হয়। এরপর অভিযুক্তরা খাইরুলের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে এলাকা ছেড়ে চলে যেতে বলেন।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, গত ৫ মে (শুক্রবার) বিকেলে অভিযুক্তরা তাদের ডিশ লাইনের মেশিন কেটে নিয়ে যান। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। পাশাপাশি তাদের (ব্যবসায়ী) লোকজনদের প্রাণনাশের হুমকি দেন তাঁরা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভুক্তভোগী মমিমউল্লাহ মমিন বলেন, ‘অভিযুক্তরা এখন পর্যন্ত আমাদের ১৩টি হাইব্রিড কেবল অ্যামপ্লিফায়ার নিয়ে গেছে। এখন পর্যন্ত বিভিন্ন সময়ে ৯ জায়গায় তার কেটে ফেলেছে, তার নিয়ে গেছে ২৬ কোরের প্রায় ৫০০ মিটার। আমাদের প্রায় পাঁচ শতাধিক বাসায় ডিশ দেওয়া আছে, তাঁরা কেউ এখন ডিশের সুবিধা পাচ্ছে না। পুরোপুরিই বন্ধ আছে আমাদের সার্ভিস। তাঁরা (অভিযুক্তরা) বলেছে সার্ভিস বন্ধ রাখতে, এমনকি সার্ভিস চললে আমাদের প্রাণনাশেরও হুমকি দিয়েছে। তাঁদের সঙ্গে পাঁচটা মোটরসাইকেলে আরও ৭-৮ জন এসেছিল তাঁদের নাম জানি না। তাঁরা আমার দোকানের কর্মচারীকে তুলে নিয়ে মারধর করেছে। আমরা ভয়ে আছি তাঁরা একসঙ্গে ৩০-৩৫ জন করে এসে হুমকি দিয়ে যায়।’

লাইনম্যান খাইরুল ইসলাম বলেন, ‘হাসিব ভাই আমাকে উঠিয়ে নিয়ে যায় আল-বেরুনী হলের সামনে। সেখানে গিয়ে আমাকে মারধর করে এবং আমার পকেটে ৭-৮ হাজার টাকা ছিল তা নিয়ে নেয়। আমি যদি ডিশের কাজে আমবাগান এলাকা কিংবা ক্যাম্পাসে যাই তাহলে তাঁরা আমাকে জবাই করে ফেলবে বলে হুমকি দেন।’

জানতে চাইলে অভিযুক্ত হাছিবুর রহমান বলেন, ‘এটা একটা ভিত্তিহীন অভিযোগ। আমবাগান এলাকার ডিশের ব্যবসায় গত ৫ ফেব্রুয়ারি আমি একটা অংশীদারত্ব ক্রয় করি। যার প্রেক্ষিতে আমি সেখানে লাইন দিতে গেলে মমিনের মানুষেরা ঝামেলা করে। এখন তারাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। এমন অভিযোগ প্রমাণ করতে না পারলে আমি মানহানি মামলা দায়ের করব।’

এসব বিষয়ে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ‘গুটি কয়েক ছাত্রদের জন্য এলাকাবাসীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক খারাপ হচ্ছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আমার এলাকায় ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী ভাড়া থাকেন। কিন্তু কিছু শিক্ষার্থী এলাকায় এসে মাঝেমধ্যেই ঝামেলা করে। আমার এলাকাবাসীকে আমি বুঝিয়ে শান্ত রাখতে পারি, কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থীরা তো সংঘবদ্ধ। তাঁদেরকে কিছু বলা যায় না। এ ধরনের ঘটনা যখন ঘটে তখন অবশ্যই আমরা শঙ্কাবোধ করি এবং আতঙ্কিত থাকি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। তবে যদি অভিযোগ প্রমাণিত না হয়, সে ক্ষেত্রে অভিযোগকারীর শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘গতকাল রাতে পানধোয়ার এক ডিশ ব্যবসায়ীর অভিযোগ আমরা পেয়েছি। সেখানে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নাম আছে। অভিযোগের ভিত্তিতে আজ আমরা পানধোয়া বাজারে গিয়েছিলাম তদন্ত করার জন্য। পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু