সুদহার বৃদ্ধিতে বাড়ছে ব্যাংকের আমানত

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রাহকদের টাকা রাখার পরিমাণ বাড়ছে৷ সুদের হার বৃদ্ধি ও বিকল্প না থাকায় টাকা জমা রাখতে মানুষ আবারও ব্যাংকে ফিরছেন বলে মনে করেন বিশ্লেষকরা৷

গ্রাহকদের আমানতের সুদহার বাড়িয়েছে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো৷ এতদিন চাইলেও তাদের ইচ্ছামাফিক সুদহার বাড়ানোর স্বাধীনতা ছিল না৷ ২০২০ সালের এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী ঋণের সুদহার নয় শতাংশ ও আমানতের সুদহার ছয় শতাংশের মধ্যে রাখার বাধ্যবাধকতা ছিল৷ সবশেষ মুদ্রানীতিতে সেই সীমা তুলে দেয়ার পর আমানত সংগ্রহের প্রতিযোগিতায় ব্যাংকগুলো সুদহার বাড়িয়েছে৷ এখন গ্রাহকদের আট শতাংশ পর্যন্তও সুদ দিচ্ছে কোনো কেনো ব্যাংক৷ যেখানে গত ডিসেম্বরে গড় সুদহার ছিল মাত্র চার শতাংশের কিছু বেশি৷

এরইমধ্যে যেসব ব্যাংক আমানতে সুদের হার বাড়িয়েছে তার মধ্যে আছে পদ্মা ব্যাংক,সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এক্সিম ব্যংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক৷ জুলাই নাগাদ আরো অনেক ব্যাংকের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আছে৷

বিজ্ঞাপন

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘‘এখন সুদের হার কিছুটা বেড়েছে৷ মূল্যস্ফীতির চেয়ে সুদের হার অনেক কম থাকায় মানুষ ব্যাংকে টাকা রাখায় আগ্রহ হারাচ্ছিল৷”

বিশ্লেষকদের মতে ব্যাংকে মানুষ টাকা রেখে যাতে লাভবান হন সেজন্য আমানতের সুদহার হতে হবে মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি৷ বর্তমানে মূল্যস্ফীতি প্রায় সোয়া নয় ভাগ৷ সেই হিসেবে আমানতের সুদ হার এখনও কম৷

বাড়ছে আমানতের পরিমাণ

বিজ্ঞাপন

বাংলাদেশে শেয়ার বাজারে অনিশ্চয়তা, সঞ্চয়পত্রে নানা বিধিনিষেধের কারণে ব্যাংকই সাধারণ মানুষের অর্থ জমা রাখার প্রধান মাধ্যম হয়ে উঠেছে৷ কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে নানা ঋণ জালিয়াতির খবরে গ্রাহকদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়৷ কমে আসে আমানতের প্রবৃদ্ধির হারও৷ ২০২১ সালের মে মাসে যেখানে বার্ষিক আমানতের প্রবৃদ্ধি ছিল প্রায় সাড়ে ১৪ শতাংশ, সেখানে গত বছরের ডিসেম্বরে তা সাড়ে পাঁচ শতাংশে নেমে আসে৷ এই হার স্মরণকালের সর্বনিম্ন৷ বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চে তা বেড়ে সাড়ে সাত শতাংশ হয়েছে৷ এক বছরে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এক লাখ ছয় হাজার ৬১৫ কোটি টাকার আমানত বেড়েছে৷ মোট আমানতের পরিমাণ বেড়ে হয়েছে ১৫ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা আগের বছরে ছিল ১৪ লাখ ১৬ হাজার কোটি টাকা৷

সুদের হার বৃদ্ধি ছাড়াও এর পেছনে আরো তিনটি কারণ উল্লেখ করছেন ব্যাংকাররা৷ তাদের মতে ইসলামী ব্যাংকের ঘটনায় ব্যাংক খাতে নিয়ে গ্রাহকদের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছিল তা এখন অনেকটা কেটেছে৷ বিনিয়োগের অন্য কোনো বিকল্প না থাকায় মানুষ ব্যাংকেই ফিরে আসছেন৷ সেই সঙ্গে তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলো ঋণ দেয়ার ধীর নীতি অনুসরণ করছে৷

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, “ব্যাংকের প্রতি এর আগে মানুষ আাগ্রহ হারিয়ে ফেলছিলো৷ সুদের হার ছিলো অনেক কম৷ আর নানা কারণে আস্থার সংকটও তৈরি হয়েছিলো৷ অনেকে ব্যাংক থেকে টাকা তুলে জমি, ফ্ল্যাট বিলাস সামগ্রী কিনেছেন৷ কিন্তু জমি, ফ্ল্যাটে বিনিয়োগ করলে তাতে অর্থনীতির তেমন লাভ হয় না৷’’

উন্নতি হয়েছে, তবে যথেষ্ট নয়

আমানত বৃদ্ধির হারকে এখনও যথেষ্ট বলে মনে করেন না ব্যাংকাররা৷ ব্র্যাক ব্যাংকের চেয়াম্যান ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘‘আমানতের সামান্য উন্নতি হয়েছে৷ তবে এটা যথেষ্ট নয়৷ আমানত না বাড়লে ব্যাংক কম ঋণ দেবে৷ বিনিয়োগ কম হবে৷”

তিনি বলেন, ‘‘এর আগে আমানত কমে যাওয়ার প্রধান কারণ ছিলো ডলার সংকট এবং ডলারের দাম বেড়ে যাওয়া৷ তার সঙ্গে ছিলে ব্যাংকের ওপর আস্থাহীনতা৷ তবে এক ব্যাংকের প্রতি আস্থা কমে গেলে সেখান থেকে টাকা তুলে আরেক ব্যাংকে রাখেন আমানতকারীরা৷”

ড. সালেহ উদ্দিন আহমেদও মনে করেন, আমানতের বৃদ্ধি ইতিবাচক হলেও, যে হারে বাড়ছে তা এখনও যথেষ্ট নয়৷ তিনি বলেন, ‘‘সুদের হার কিছুটা বাড়ায় মানুষ ব্যাংকে টাকা রাখা শুরু করেছে৷ এটা ধরে রাখতে হবে৷’’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে এখন ইউরোপে লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার ভোলায় ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ আগামীকাল ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য