নিয়ামতপুরে বোরো ধানের বাম্পার ফলন, দামে হতাশ কৃষকরা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দিগন্ত জুড়ে ফসলের মাঠ। কৃষকের স্বপ্নের ধান, ধারণ করেছে সোনালী রঙ। পাকা ধানের গন্ধ ছড়িয়ে পড়েছে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে।

নওগাঁর নিয়ামতপুরে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাঁসি ফুটেছে। কৃষকরা এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে। গত কয়েক বছরেও এরকম ভালো ফলন পায়নি কৃষকরা। নিয়ামতপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়নে ২০ হাজার ৯৯৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল।

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উপজেলায় ২২ হাজার ৬শ ৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষবাদ হয়েছে। উৎপাদ লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫২৬ মেট্রিকটন। উপজেলার ৬ হাজার ৭ শ ৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানের বীজ ও সার দেওয়া হয়েছে। উপজেলার কৃষকদের অভিযোগ, প্রতি বছরের চেয়ে এবার শ্রমিকের মূল্য বেশি। শ্রমিকের মূল্য বেশি থাকলেও কয়েক বছরের চেয়ে এবছর বোরো ধানের বাম্পার ফলনে খুশি তারা। তবে গত বছরের তুলনায় এবার ধানের উৎপাদন খরচ বেশি হয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু বাজারে গত বছরের তুলনায় এবার মণ প্রতি দেড় থেকে দুই শত টাকা কম দরে বিক্রি হচ্ছে ধান। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কৃষক এনামুল , হাফিজ ,মনসুর মন্ডল ও সাদ্দাম হোসেনের সাথে কথা হলে তারা বলেন, এ বছর শিলা বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ না হওয়া ও অতি খরার কারণে বোরো ধান খেতে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়েছে। ফলে ১ বিঘা( ৩৩ শতাংশ)জমিতে প্রকারভেদে ২২ থেকে ২৮ মণ ধান ঘরে তুলতে পেরেছেন। তারা আরোও বলেন, এবার আমাদের ভাগ্য পাল্টে গেছে।

গত কয়েক বছরেও এমন ধান ঘরে তুলতে পারিনি আমরা। তবে এবার শ্রমিকের মূল্য একটু বেশি। গত বছরের মতো এবার বাজারে ধানের দাম নেই। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, বোরো মৌসুমে কালবৈশাখী এবং শিলা বৃষ্টি না হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ৬ হাজার ৭শ ৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের ধানের বীজ ও সার সহ কৃষকদের কৃষি পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরোও বলেন, উপজেলায় পুরোদমে উচ্চ ফলনশীল জাতের ধান কাটা শুরু হয়েছে। মে মাসের ২০ তারিখের মধ্যে পুরোপুরি ধান কাটা ও মাড়াই শেষ হবে। হেক্টর প্রতি সম্ভাব্য গড় ফলন ধরা হয়েছে ৭ দশমিক ৫০ মেট্রিক টন ধানে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন পর্ষদ গঠন ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত