প্রত্যাবাসনে রাজি হবো না: মিয়ানমার দেখে আসা রোহিঙ্গারা

ছবি- ডয়চে ভেলে

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার মিয়ানমার পরিদর্শন করা রোহিঙ্গারা বলছেন, তারা নিজেদের ইচ্ছায় সেখানে যাবেন না৷ রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে নির্মিত দুটি মডেল গ্রাম দেখতে কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা ও ২০ জন রোহিঙ্গার একটি দল ঐ সফরে গিয়েছিল৷

প্রতিনিধি দলের এক রোহিঙ্গা সদস্য মোহাম্মদ সেলিম এএফপিকে বলেন, ‘‘আমরা ক্যাম্প দেখেছি… কিন্তু তারা আমাদের নাগরিকত্বের দাবি মানছে না৷ আমরা ক্যাম্পে যাবো না৷’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের অবশ্যই নিজেদের জমিতে ফিরতে হবে৷ আমাদের ঐ জায়গা পছন্দ হয়নি৷ আমরা যাবো না৷ যদি আমাদের দাবি মানা হয় এবং প্রত্যাবর্তন নিরাপদ হয় তাহলে আমরা ফিরবো৷’’

রোহিঙ্গা প্রতিনিধি দলের এক নারী সদস্য জানান, তিনি নতুন নির্মিত ঐ জায়গায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত৷ সেখানে বাজার, হাসপাতাল ও অভ্যর্থনা কেন্দ্র নির্মাণ করা হয়েছে৷ ‘‘সেখানে কোনোকিছুই আমাদের জন্য নিরাপদ নয়৷ তারা আবার আমাদের অত্যাচার করতে পারে,’’ বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ঐ রোহিঙ্গা নারী৷

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশের রোহিঙ্গা কমিশনার মিজানুর রহমান বলছেন, ‘‘আজ আমরা মিয়ানমার গিয়েছিলাম৷ সেখানে অনেক রোহিঙ্গা নিশ্চিন্তে ঘুরে-ফিরে বেড়াচ্ছে, ব্যবসা করছে৷’’ তিনি বলেন, ‘‘প্রত্যাবাসন অবশ্যই শুরু হতে হবে৷ মিয়ানমারের প্রতিনিধিরাও বাংলাদেশে আসবেন৷ তারপর আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে৷’’

সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফপিকে বলেন, বর্ষা মৌসুম শুরুর আগে এ মাসের শেষের দিকে প্রত্যাবাসন শুরুর আশা করছেন তারা৷

এর আগে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছিলেন, তারা রোহিঙ্গাদের মিয়ানমার সফর সম্পর্কে অবগত আছে৷ তবে তারা এর সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানান সংস্থার মুখপাত্র রেজিনা ডে লা পোর্টিলা৷ বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এই সফর হচ্ছে বলেও জানান তিনি৷

বিজ্ঞাপন

আর টাইমস/মেহেদী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ!