‘হাওয়াই মিঠাই’ বিক্রি করেই চলে মোকছেদুলের সংসার

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সুকান্ত ভট্টাচার্যের কবিতার দুটি লাইন মনে পড়ে, “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”। দারিদ্র, অবহেলা ও বঞ্চিত-শোষিত মানুষের কাছে বিংশ শতাব্দির এ যুগেও পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতোই। তেমনই এক দরিদ্র অসহায় পরিবারের ২২ বছর বয়সের ছেলে মোকছেদুল হাসান।

মোকছেদুল হাসানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার নন্দীগ্রামে। মা-বাবার একমাত্র সন্তান তিনি। অভাবী ঘরের সংসার। মা-বাবা বৃদ্ধ ও রোগাক্রান্ত। বড় হয়েছে বলেই তার সংসারের দায়িত্বের বোঝাও বড়। ছোটবেলা থেকেই সে গ্রামে-গঞ্জে, হাটে -বাজারে, মেলায়, পূজা-পার্বনে, পথে পথে ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করে সংসার চালায়। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এই হাওয়াই মিঠায়ে আকৃষ্ট। ঘর সংসার চালাতে গিয়ে মোকছেদুল হাসান সব সময়ই গুরু দায়িত্ব বহন করে চলছে। এতটুকু যেন ক্লান্তি নেই, ফুরসত নেই তার মধ্যে। দ্রব্য মূল্যের বাজারে এটি বিক্রি করেই সে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আবার বৃদ্ধ মা বাবাকে ডাক্তার দেখায়, ঔষধও কিনে দেয় সে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে কথা হয় মোকছেদুল হাসানের সাথে। সে আক্ষেপ করে রাজধানী টাইমস কে বলেন, “স্যার পাবনা সদর উপজেলায় গত চার থেকে পাঁচ বছর এ ব্যবসা করেছি। গত তিন চার মাস ধরে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকায় থেকে ব্যবসা করছি। প্রতিদিন সকালে বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করছি। প্রতিদিন ১০০০-১২০০ টাকা বিক্রি হয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মোকছেদুল হাসান আরও বলেন, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট ক্লান্তি করে বাঁচি তবুও কারো কাছে হাত পাতি না। সমাজের বিত্তবানরা আমাদের দিকে ফিরেও তাকায় না। তাই বলে জীবন যুদ্ধে বসে নাই। হাওয়াই মিঠাইতেই জীবন তাতেই চলে আমার সংসার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক