মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়ালন্দ বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

“ভালোর সাথে, আলোর পথে” এই শ্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার গোয়ালন্দ প্রপার হাই স্কুল মিলনায়তনে প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ে ৭টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

সোমবার (২৭ মার্চ) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা। এক ঘন্টা ব্যাপী প্রতিযোগিতা শেষে দুপুর সাড়ে ১২টায় এ অনুষ্ঠান শেষ হয়। প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শফিক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।

গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি ও প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা মো. সিদ্দিক মিয়া, প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা রাশেদুল হক রায়হান, বন্ধুসভার সাবেক সভাপতি উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, বন্ধুসভার সহসভাপতি শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, ইমদাদুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক রাজা বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনা সালেহা, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার নিশাত, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জারিন সুবহা অনন্যা, সদস্য মিরাজ বিশ্বাস, গোলাম কিবরিয়া প্রমূখ।

বিজ্ঞাপন

চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা পর্ব শেষে প্রাইমারী পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং মাধ্যমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট ৬জনকে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃতরা হলো প্রাইমারীতে প্রথম উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী মরিয়ম, দ্বিতীয় দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাবিউল মন্ডল ও তৃতীয় চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্রালয়ের জান্নাতুল সুমাইয়া।

এছাড়া মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মেরিনা আক্তার উষা, দ্বিতীয় গোয়ালন্দ প্রপার হাই স্কুলের উম্মে তানজুম স্নেহা এবং তৃতীয় হয়েছে প্রপার হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী সাবাহ সম্প্রীতি। পুরস্কার হিসেবে এসব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ!