ভোলার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমছেই না

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভোলার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমছেই না। বিশেষ করে ছোলা, চিনি, শসা, বেগুন ও মাছ-মাংসের বাজারে যেন আগুন লেগেছে। রমজান মাসে বাজার দাম স্বাভাবিক থাকার কথা থাকলেও বাস্তবে সেটি আর হচ্ছে না।

বাধ্য হয়েই ক্রেতাদের অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো চরম সংকটে পড়েছেন। আয়ের সঙ্গে ব্যায়ের হিসাব মেলাতে পারছেন না তারা।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার দাম নিয়ন্ত্রণে শক্ত অভিযানের কথা জানানো হয়েছে। কিন্তু ক্রেতাদের মধ্যে দাম নিয়ে ক্ষোভ আর অসন্তোষ রয়েই গেছে।

বিজ্ঞাপন

সরে জমিন ঘুরে দেখা গোছে, ভোলার বাজারে সবজিসহ বিভিন্ন পণ্যের ভালো সরবরাহ আছে। এমনটি দেখে অনেকেরই মনে হতে পারে দামটাও তাহেলে নাগালের মধ্যেই থাকবে। কিন্তু বাস্তবে ঠিক এর উল্টো চিত্রটাই ঘটছে।

বেড়েছে শশা, বেগুন, ছোলা ও চিনির দাম। এটি একদিনের ব্যবধানেই বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। শশা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা যেটি আগে ছিল ২০ টাকা।

একই অবস্থা মুরগি, মাছ ও মাংসের বাজারে। দেশি মুরগি ৬৫০ টাকা, ব্রয়লার ২৩০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০ টাকা করে। কমেনি গরু ও খাসির মাংসের দামও। গরুর মাংসের কেজি ৭৫০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি করে।

বিজ্ঞাপন

এছাড়া চিনির দামও বেড়ে হয়েছে ১১৫ টাকা কেজি। অনান্য পন্যের মধ্যে দাম বেড়েছে সরবতে ব্যবহৃত ইসুফ গুলের ভূষি। এটি ১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মসলার মধ্যে এলাচি ১ হাজার ৩০০ টাকা, দারুচিনি ৩৪০ টাকা, আদা ৯০ টাকা, জিরা বিক্রি হচ্ছে ৬৮০ টাকা করে।

বেড়েছে চিড়া-মুড়ির দামও। যেই চিড়া আগে ৪০ টাকা কেজিতে বিক্রি হতো সেটি হয়েছে ৫০ টাকা। তবে আগের মতোই আছে আলু, পেয়াজ ও রসুনের দাম। বাজারে মৌসুমি তরমুজ আসলেও তার দাম চড়া। প্রতি পিস তরমুজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

এমন চড়া দামের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো। চরম সংকটের সময় পার করছেন তারা। ক্রেতা রহিমা আক্তার বলেন, রমজান মাসে পণ্যের দাম কম থাকার কথা থাকলেও কমছে না। এ জন্য চাহিদার অর্ধেক পণ্য কিনে কম খেতে হচ্ছে।

আরেক ক্রেতা নুরু উদ্দিন ও জসিম বলেন, বাজার মনিটরিং করা হলেও কমছে না পণ্যের দাম। বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো পণ্যের দাম হাকাচ্ছেন। এদিকে পণ্যের দাম বৃদ্ধির কোনো সুনিদিষ্ট কারণ জানা নেই বিক্রেতাদের। তারা বলছেন ভিন্ন কথা।

ভোলা কাঁচা বাজার বাযবসায়ী সমিতির সভপতি রফিকুল ইসলাম বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম বেশি থাকায় আমাদেরও বেশিতে বিক্রি করতে হচ্ছে। তবে এখন বাজারে ক্রেতা কম। তাই বিক্রি কম হচ্ছে। পণ্যের দামও কমতে শুরু করেছে।

এদিকে রমজান উপলক্ষ্যে নিত্য পন্যের দাম নিয়ন্ত্রণে নেমেছে জেলা প্রশাসন। অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে নিয়মিত জরিমানা করা হলেও বাজার অস্থিরতা কমছে না।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা বলেন, রমজানে আমাদের বাজার মনিটরিং চলছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে তিনজনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এমন অভিযান নিয়মিতই পরিচালনা করা হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান বলেন, অভিযান পরিচালনা করে আমরা বাজার মনিটরিংয়ের চেষ্টা করছি। এদিকে ক্রেতারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আরও বেশি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করার দাবি জানাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক