আমাদের গল্প

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২য় পর্বের পর থেকে,,,,,

 

সন্ধ্যাবেলা আমগাছের নিচে গেলাম।দেখি তামান্না আমগাছের নিচে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বললোঃ
– একটু দ্রুত আসতে পারো না।আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে বসে ছিলাম।
– আসতে আসতে একটু সময় লাগলো।আচ্ছা বাদ দেও।তুমি আসতে বলছিলে কেনো।
– এম্নেই
– এটা কোনো কথা।
– হুম
– তুমি থাকো আমি গেলাম।
– আরে কই যাও,কাজ আছে তো।
– কি কাজ।
– চোখ বন্ধ করো।
– আমি পারবো না।
– আহা এত কথা না বলে চোখ বন্ধ করতো।
আমি চোখ বন্ধ করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর তামান্না বললোঃ

বিজ্ঞাপন

– এবার চোখ খুলো।
আমি চোখ খুলে তাকিয়ে দেখি তামান্না একটা মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে।
আমি তখন বললামঃ
– তুমি কি নতুন মোবাইল কিনছো
-হুমম।
-ভালো,তা এ দেখার জন্য আমাকে এনেছিলে।
-হুম
-এখন দেখা হয়ে গেছে, আমি গেলাম।
-আরে বুদ্ধ এই মোবাইল তোমার জন্য।
-আমি তোমার মোবাইল নিভো কেনো।
-আমি দিয়েছি তাই নিভে।
-আমি পারবো না।

-তোমার পারতেই হবে,এখন মোবাইলটা হাতে নেও।দেখো তোমার পছন্দ হয়েছে কি না।
-উপ দেখো, আমি তোমার থেকে মোবাইলটা নিতে পারবে না।
-কি তুমি নিভে না, ঠিক আছে আমি পুকুরে ফেলে দিচ্ছি।
-আরে করো কী করো,আমি নিচ্ছিতো, এত রাগ করো কেনো।
-এ-ই তো ভালো ছেলে। এখন বাসায় যাও,রাতে কথা হবে।

আমি তামান্নার দেওয়া মোবাইলটা হাতে নিয়ে বাসায় চলে আসলাম। রুমের ভিতরে ঢুকে মোবাইলের প্যাকেট খুলে আমি অবাক হয়ে গেলাম। opp মোবাইল। যাক একটু ভালো লাগলো।একটা নতুন মোবাইল পেলাম।
রাতে খাওয়া দাওয়া করে তামান্নার সাথে কথা বলে ঘুমিয়ে পরলাম।

বিজ্ঞাপন

• দেখতে দেখতে আমাদের ssc পরিক্ষা শেষ হয়ে গেলো। অনেক দিন বন্ধ পেলাম। তা-ই কিছুদিনের জন্য ঘুরতে নানা বাসায় গেলাম। মামাতো ভাই বোনদের সাথে সারাদিন ঘুরাঘুরি আড্ডা আর তামান্নার সাথে চুটিয়ে প্রেম করা।
রেজাল্ট বের হলো।ভালো রেজাল্ট করেছি।আব্বুর ইচ্ছে হলো আমাকে তামিরুল মিল্লাত মাদ্রাসায় ভর্তি করাবে।আমিও আর না করি না-ই। ঢাকায় এসে মাদ্রাসায় ভর্তি হলাম। পড়াশোনা চলছে। কয়েকমাস পর মাদ্রাসা কিছুদিনের জন্য বন্ধ দিলো।আমি বাসায় আসার আগে তামান্নার জন্য কিছু কিনে নিয়ে বাসায় গেলাম।
সন্ধ্যায় তামান্নার সাথে দেখা করলাম। আমাদের দুজনের অনেকদিন পর দেখা।সাথে সাথে তামান্না আমাকে জড়িয়ে ধরলো।আমিও আবেগে জড়িয়ে ধরলাম। তামান্নার হাতে কিছু গিপ্টের প্যাকেট দিলাম।এতে খুব খুশি হয়ে গেলো। অনেকক্ষণ কথাবার্তা বলে বাসায় চলে আসলাম।

দুদিন পর বাসার সবাই মিলে দুপুরের খাবার খেতে বসলাম । তখন আব্বু বললোঃ
– আমাদের চেয়ারম্যানের মেয়েটার ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে। বড় ঘরে যাবে মেয়েটা।
আমি তখন বললামঃ আব্বু তুমি কোন চেয়ারম্যানের কথা বলছো।
-আমার বন্ধু, আমাদের এলাকার চেয়ারম্যানের মেয়ে তামান্নার কথা বলছি।ছেলেটা বড় অফিসার। দোখতে ভালোই।
আম্মু বললোঃ কি বলেন তামান্নার বিয়ে ঠিক হলো কবে।
-কালকে সন্ধ্যায়। আর দু’দিন পর বিয়ে।

-আম্মু বললোঃ যাক তা হলে তো ভালোই। মেয়েটে কিন্তু অনেক ভালো।দোয়া করি মেয়েটা সুখে থাকে।
আম্মু আব্বু তামান্না কে নিয়ে কথা বলছে।এদিকে আমার অবস্থা খারাপ। খাবার আর খেতে পারছি না। মুখ দিয়ে ভিতরে খাবার নামছে না। আমি দ্রুত খাবার খেয়ে উঠে গেলাম। তামান্নাকে কল দিলামঃ
-হ্যালো, এগুলো আমি কি শুনছি।
-কান্না করে তামান্না বললোঃ আমি কিছুই জানতাম না।হঠাৎ করে মা বলছে তোর বিয়ে ঠিক হয়ে গেছে।আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কিছু একটা করো।
-আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না।
-তুমি আজকে সন্ধ্যায় দেখা করো।

 

পরবর্তী পর্ব আসছে ,,,,,,,

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক