রাজশাহীতে সংরক্ষিত দীঘি গিলছে ভূমিদস্যুরা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উচ্চ আদালত রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৯৫২টি পুকুর-দীঘি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে কিছুটা অংশ ভরাট হয়ে যাওয়া ‘সুখান দীঘি’ নামের একটি দীঘিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট করে বলে দিয়েছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী কোন ব্যবস্থা না নেওয়ায় এখন ভূমিদস্যুরা আবার দীঘিটি গিলতে শুরু করেছেন।’

নগরীর সপুরা এলাকায় ১০ বিঘা আয়তনের এই দীঘিটি কয়েকদিন ধরে ভরাট করা হচ্ছে। প্রথমে রাতে বালু ফেলা শুরু হলেও এখন প্রকাশ্যেই দীঘিটি ভরাট করা হচ্ছে। ভূমিদস্যুদের হাত থেকে দীঘিটি রক্ষায় এর মালিকেরা মঙ্গলবার আদালত থেকে আবার নিষেধাজ্ঞা জারি করে এনেছেন। ভরাটের প্রতিবাদে বুধবার দুপুরে তারা দীঘিপাড়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন।

শহরে একের পর এক পুকুর-দীঘি ভরাট হয়ে যাচ্ছে দেখে সিটি করপোরেশন ২২টি পুকুর-দীঘিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ব্যক্তিমালিকানায় থাকলেও পুকুর-দীঘিগুলোকে অধিগ্রহণ করার পরিকল্পনা নগর সংস্থা। এ জন্য একটি প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই তালিকায় আছে সুখানদীঘি। এরমধ্যেই ভূমিদস্যুরা সুখানদীঘি ভরাট করতে শুরু করেছে। গতবছর একদফায় দীঘির কিছুটা অংশ ভরাট করা হয়।

বিজ্ঞাপন

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবির) নামের একটি সংগঠনের। সংগঠনটি এ নিয়ে উচ্চ আদালতে রিট করে। গত বছরের আগস্টে এই রিট আবেদনের চূড়ান্ত শুনানি হয়। সেদিন উচ্চ আদালতের একটি বেঞ্চ রাজশাহী শহরের ৯৫২টি পুকুর সংরক্ষণের পাশাপাশি সুখানদীঘিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার নির্দেশ দেন। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র, রাজশাহী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসককে এই নির্দেশ দেন আদালত।

তবে সুখানদীঘি রক্ষার কোন উদ্যোগ নেওয়া হয়নি। বরং স্থানীয় একটি ভূমিদস্যু চক্র দীঘিটি ভরাট শুরু করেছে। ইতোমধ্যে দীঘি পাড়ের একটি অংশ ভরাট করে কয়েকটি দোকানঘর তৈরি করা হচ্ছে। দীঘির পানিতে টিনের বেড়া দিয়ে ঘিরে বালু ফেলা হচ্ছে। এর প্রতিবাদে এলাকাবাসী ও দীঘির মালিকেরা বুধবার দীঘিপাড়েই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সেখানে জিল্লুর রহমান (৬০) নামের এক ব্যক্তি জানান, এটি ব্যক্তিমালিকানার দীঘি। এখন তিনিসহ এর ওয়ারিশ অন্তত ১৫০ জন। ২০১৪ থেকে ২০১৬ সালের জন্য দীঘিটি মাছচাষ করতে ইজারা দেওয়া হয়েছিল। ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহরাব আলী, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, মোস্তাক আহমেদ ও শাহিন হোসেনসহ ১০ জন ব্যক্তি দীঘিটি দেড় লাখ টাকায় ইজারা নেন। এরপর তারা আর দীঘির দখল ছাড়েননি। দুই কোটি টাকা না দিলে তারা দীঘি ছাড়বেন না বলে ঘোষণা দেন। এরা প্রভাবশালী বলে তারা কিছু করতেও পারেননি। এখন তাঁরাই দীঘিটি ভরাট করছেন। এদের সঙ্গে যোগ দিয়েছেন গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা।

বিজ্ঞাপন

মোবাইলে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহরাব আলী কথা না বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তিনি মোবাইল ফোনটিও বন্ধ করে দেন। চেয়ারম্যান সোহেল রানা বলেন, ‘ওই দীঘির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আমি ভরাটের সঙ্গেও যুক্ত নই। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন পুকুর ভরাট চলবে না। আমি কি ভরাট করতে পারি? তবে সোহরাব আলী আমার ঘনিষ্ঠ। এ জন্য হয়তো আমার নাম আসছে।’
আইনে পুকুর-দীঘি ভরাট নিষিদ্ধ থাকলেও সুখানদীঘি ভরাট করার বিষয়ে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। সরেজমিনে লোক পাঠিয়ে দেখে এ বিষয়ে আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

শহরের ৯৫২টি পুকুর-দীঘি সংরক্ষণের এবং সুখানদীঘি আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান বলেন, ‘আদেশের কোন কাগজপত্র আমি দেখিনি। কাগজপত্র পেলে ব্যবস্থা নিতাম।’

রাসিকেরই তালিকায় সুখানদীঘি সংরক্ষণের জন্য চিহ্নিত করা হলেও এটি এখন ভরাটের বিষয়ে তিনি বলেন, ‘এটা প্রকৌশল শাখা বলতে পারবে। আমি জানি না।’ রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, ‘দিন দিন তো সব পুকুর-দীঘিই ভরাট হয়ে যাচ্ছে। এ জন্য ২২টি পুকুর-দীঘি সংরক্ষণের জন্য তালিকা করে একটি প্রকল্প আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এরমধ্যে সুখানদীঘিও আছে। প্রকল্পটি সবুজ পাতায় আছে, কিন্তু পাস হয়নি।’

তিনি বলেন, ‘প্রকল্পটা পাস হয়ে গেলে আমরা দীঘিটা অধিগ্রহণ করে নিতাম। সরকার তো জনস্বার্থে অনেক প্রকল্প নেয়। জনস্বার্থের জন্য এটাও নিতে পারে। তাহলে আমরা শুধু সুখানদীঘিই নয়, ব্যক্তিমালিকানার অন্য পুকুর-দীঘি অধিগ্রহণ করে সংরক্ষণ করতে পারতাম। তা না হলে মালিকেরা ভরাট করেই যাচ্ছেন। খুব একটা কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন