পাবনায় ফসলি জমিতে ওয়েল মিল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পাবনার ঈশ্বরদীতে জনবসতিপূর্ণ এলাকায় রাইস ব্রান ওয়েল মিল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে পৌর এলাকার ইস্তায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা নির্মাণাধীন ওয়েল মিলের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে এ মিল স্থাপনের প্রতিবাদে নানা শ্লোগান দেন।

এলাকাবাসী জানান, ঈশ্বরদী পৌর এলাকা ও সলিমপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইস্তা এলাকায় ব্যবসায়ী মো. মধু বিশ্বাস প্রায় ৬ বিঘা কৃষি জমিতে ‘আরবী রাইস ব্রান ওয়েল মিল’ নির্মাণ করছেন। ইতিমধ্যে এ মিলের ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

জনবসতিপূর্ণ এলাকায় এ ওয়েল মিল নির্মাণ করা হলে এ মিলের বর্জ্য, ছাই ও কালো ধোঁয়ায় পরিবেশের বিপর্যয় ঘটবে। ধোঁয়া ও ছাইয়ের কারণে কৃষি জমির ফলন কমে যাবে। এখানকার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পরবে। তাই কোনভাবেই এখানে ক্ষতিকর ও জীবন বিপন্নকারী এ প্রতিষ্ঠান গড়ে তুলতে দেয়া হবে না।

এলাকাবাসী ওমর ফারুক জানান, এ মিলের চারপাশে জনবসতি রয়েছে। এখানে ওয়েল মিল নির্মাণ করা হলে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। এ এলাকায় মানুষ বসবাস করতে সমস্যার সম্মুখীন হবে। পরিবেশ দুষণের কারণে বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে হবে।

ঈশ্বরদী উপজেলা পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুল হক মাষ্টার জানান, রাইস ব্রান ওয়েল মিলের বর্জ্যে ও কালো ধোঁয়া স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনবসতি এলাকায় এ ধরনের শিল্প প্রতিষ্ঠান নির্মাণের কোন নিয়ম নেই।

বিজ্ঞাপন

এছাড়া যে জমিতে এ মিল নির্মাণ করা হচ্ছে এটি তিন ফসলি কৃষি জমি। তিন ফসলি জমিতে শিল্প-কারখানা নির্মাণ সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। সরকারের সব ধরনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে ওয়েল মিল নির্মাণ করা হচ্ছে। ইতিপূর্বে এ জমির পাশে অটো রাইস মিল নির্মাণের চেষ্টা করা হয়েছিল। আমরা পরিবেশ অধিদপ্তরের নিকট অভিযোগ দেয়ার পর তারা স্বশরীরের এসে এটি বন্ধ করে দিয়েছিল। এবারো আমরা বগুড়া পরিবেশ অধিদপ্তরের নিকট লিখিতভাবে অভিযোগ জানাবো।

এ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, শত শত বছর ধরে এখানে মানুষের বসতি রয়েছে। হঠাৎ করে ঘনবসতি এলাকায় পরিবেশের হুমকি এমন একটি ওয়েল মিল নির্মাণ করা হচ্ছে। যা এখানকার মানুষের জীবনকে বিপন্ন করে তুলবে। বাপ-দাদার ভিটা ছেড়ে যেতে কেউ চায় না। তাই আমাদের জীবন থাকতে এখানে পরিবেশ নষ্টকারী প্রতিষ্ঠান গড়ে তুলতে দেয়া হবে না। এলাকাবাসী একট্রা হয়েছে তারা যে কোন মূল্যে এটি প্রতিহত করবে।

নির্মানাধীন আরবী রাইস ব্রান ওয়েল মিলের স্বত্বাধিকারী মোঃ মধু বিশ্বাস মুঠোফোনে জানান, কিছু ব্যক্তি আমার কাছে থেকে অনৈতিক সুবিধা চেয়েছিল। আমি এতে রাজি না হওয়ায় পরিবেশের অজুহাত দেখিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তারা বিক্ষোভ করেছে। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে এখানে ওয়েল মিল নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কোন ক্রুটি দেখেন তাহলে তারা যে ব্যবস্থা গ্রহণ করবেন আমি তা মেনে নিবো।

কৃষি জমিতে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এটি কৃষি জমি হলেও এখানে ভালো ফসল হয় না। আমি নিজে এখানে লিচুর বাগান করেছিলাম। সেটি ভালো হয়নি তাই বাধ্যহয়ে লিচু বাগান কেটে ফেলেছি। এছাড়াও অন্যান্য ফসলও এখানে কখনো ভালো হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন