নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ঐতিহ্যবাহী স্পোর্টস উইক শুরু

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ চলছে আইন অনুষদের চতুর্থ বার্ষিক আয়োজন ‘স্পোর্টস উইক-২০২৩।

সোমবার (৬ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে স্পোর্টস উইকের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৌমিত্র শেখর। শ্রেণি কার্যক্রমের পাশাপাশি সপ্তাহব্যাপী এই আয়োজন চলবে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন,
আইন ও বিচার বিভাগের সকল কার্যক্রমের মত স্পোর্টস উইকও খুবই ভালো একটি আয়োজন। জীবনে খেলাধূলা এবং সংস্কৃতি চর্চা খুবই গুরুত্বপূর্ণ। সব বিভাগেরই এরকম আয়োজন করা উচিত।

বিজ্ঞাপন

এবারের স্পোর্টস উইকে চারটি ফ্রাঞ্চাইজি রয়েছে। নিলামের মাধ্যমে ফ্রাঞ্চাইজি টিমগুলো পছন্দমতো খেলোয়াড়দের নিজেদের টিমে অন্তর্ভুক্ত করেছে। এর আগে খেলোয়াড়দের নিলাম হয়।

স্পোর্টস উইকে দলীয় খেলার মধ্যে রয়েছে ছেলেদের জন্য ফুটবল, ক্রিকেট ও হাডুডু এবং মেয়েদের জন্য ক্রিকেট। একক খেলা হিসেবে ছেলেদের জন্য আছে দাবা, কেরাম, রুবিক্স কিউব, মোরগ লড়াই ও দদৌড়। মেয়েদে জন্য আছে, চেয়ার দখল, চামচ দৌড়, লুডু, ফুচকা খাওয়া সহ বিভিন্ন ধরনের খেলাধুলা। ক্লাস কার্যক্রম চালু রেখে সপ্তাহব্যাপী পর্যায়ক্রমে এসব খেলা হবে।

এছাড়াও বিভাগের শিক্ষকদের জন্য থাকবে হাঁড়ি ভাঙা এবং বিস্কুট চুরি।

বিজ্ঞাপন

বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সিনিয়র-জুনিয়রের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, দীর্ঘ ক্লাস-পরীক্ষার রুটিনের একঘেয়েমি থেকে কাটিয়ে উঠতে এধরনের ব্যাতিক্রমী আয়োজন।

বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান নিউটন বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধির জন্য সহ-পাঠ্যক্রম প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বিভাগটিতে প্রতিবছর আয়োজিত হয় ‘স্পোর্টস উইক’, যা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। বিভাগের প্রত্যেকটি ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যকার সম্পর্ক ও মেলবন্ধন বৃদ্ধি করা যার একটি অন্যতম উদ্দেশ্য।

স্পোর্টস উইক এ অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থী রিয়াজুল হাসান বলেন, অল্প কিছুদিন হল ভর্তি হয়েছি এত তারাতারি এরকম মনরম এবং সুন্দর পরিবেশে স্পোর্টস উইক পাব তা সত্যি কল্পনাতিত। খেলাধুলা বরাবরই মনের প্রশান্তি যোগায়। খুব ভাল লাগছে বড় ভাই এবং আপুদের সহযোগিতামূলক আচরনে।

স্পোর্টস উইক উদযাপন কমিটির আহ্বায়ক বিভাগের সহকারী অধ্যাপক কাজী ইকরামুল হক আশিক
স্বাগত বক্তব্যে বলেন,প্রায় সবধরনের খেলায় বিশ্ববিদ্যালয়ের মূল টিমে বিভাগের ছাত্রদের সাফল্য অনেক বেশি। এসব খেলোয়াড় তৈরিতে স্পোর্টস উইক এর অবদান অনেক।

আইন ও বিচার বিভাগের প্রভাষক মো মনির আলম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বিভাগের বিভাগীয় প্রধান জনাব আহসান কবির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট