পরিত্যক্ত প্লাস্টিকে প্রতিবন্ধী রফিকুলের ভাগ্য বদল

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংসারে অভাব অনটনের কারনে বেশি দুর লেখাপড়া করতে না পারা অন্ধ রফিকুল ইসলাম ইসলাম এখন প্লাস্টিক কারখানা মালিক।

বর্তমানে তার কারখানায় ১৫-২০ জন কর্মচারি কাজ করে জীবন নির্বাহ করে আসছে।শুধু কুড়িগ্রামেই না, লালমনির হাটেও গড়েছেন আরো একটি প্লাস্টিকের কারখানা। অদম্য ইচ্ছে শক্তি থাকায় সমাজের বোঝা না হয়ে রফিকুল ইসলাম এখন সফল ব্যবসায়ী।কুড়িগ্রাম সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় ভাই ভাই প্লাস্টিক কারখানার মালিক তিনি।লালমনিরহাট জেলার আদিতমারী থানার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার গ্রামের আব্দুস ছাত্তার ব্যাপারীর মেজো ছেলে।

প্লাস্টিকের কারখানার মালিক হওয়ার বিষয়ে কথা হলে তিনি b বলেন,আমি ছোটবেলা থেকে বড় ভাই মোঃ শহিদুল ইসলামের সাথে পরিত্যক্ত বর্জ্য প্লাস্টিকের বোতল,জার,ঘর বাড়ির বিভিন্ন প্রকার নষ্ট ভাঙাচুরা প্লাস্টিকের পন্য কুড়ে বাজারে বিক্রি করতাম।পরে বড় ভাই ভাঙরি কাঁচামালের ব্যবসায় শুরু করেন।স্কুলের পড়াশোনা করার পাশাপাশি ভাইয়ের ব্যবসায় সময় দিতাম।যখন এসএসসি পরিক্ষা পাশ করি তখন আমার চোখ দুটো অন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

চোখে দেখতে না পাড়ায় পড়াশোনা বন্ধ করে ভাইয়ের ব্যবসায় মনযোগী হই।ওখান থেকে পরিত্যাক্ত বর্জ্য প্লাস্টিকের পণ্যের বাজার,ভাঙাচুরা মালামালের গ্রেড,প্লাস্টিকের কাটিং পদ্ধতি,বাজারজাত করনের প্রক্রিয়াসহ ঢাকার ব্যবসায়ীদের সাথে পরিচয় হয়।এর পর সামান্য টাকা দিয়ে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুড়িগ্রামে এসে ব্যবসা শুরু করি।এখন আমি সমাজের বোঝা না।আমি একজন সফল ব্যবসায়ী।এ প্লাস্টিকের ব্যবসা থেকে আমার ভালো আয় হচ্ছে।

তিনি আরো বলেন,আমি অন্ধ হওয়ায় সরকারি বেসরকারি ব্যাংকগুলো আমাকে কোন ঋণ বা সহযোগীতা করে নাই।একমাত্র বিসিক আমাকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন।

প্লাস্টিক কারখানার কর্মচারি মোঃ রাজু আহমেদ বলেন,আমি ১২ বছর ধরে রফিকুল ভাইয়ের কারখানায় কাজ করে আসছি। আমার মত আরো ১৫-২০ জন নারী পুরুষ এ কারখানায় কাজ করে সংসার চালায়। প্রতি মাসে ওভারটাইমসহ জন প্রতি ১৫ -২০ হাজার টাকা পাই।এনার এখানে কাজ করে আমাদের সংসারে স্বচ্ছলতা ফিরে আসছে।

বিজ্ঞাপন

আরেক কর্মচারি মোঃ হাফিজুর রহমান বলেন,রফিকুল ভাইয়ের প্লাস্টিকের কারখানা দীর্ঘদিন ধরে দিনমজুরির কাজ করে আসছি।আমরা বাইরে থেকে ৪০-৪৫ টাকা কেজি দরে পড়ে থাকা নষ্ট প্লাস্টিকের আসবাব পত্র, বোতল,জার,ছিপির গ্রেড করে হিট মেশিনে কাটিং করে বস্তা প্যাকিং করি।মাসে যা বেতন পাই।সংসার ভালো চলে।

কুড়িগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উপ পরিচালক মোঃজাহাঙ্গীর আলম বলেন,আমাদের বিসিক শিল্প এলাকায় ভাই ভাই প্লাস্টিক সেন্টারের একজন শিল্প মালিক রফিকুল ইসলাম।তিনি তিনি মুলত পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী কিনে প্রসেসিং করে চিপ,কাটিং করে তা রিসাইক্লিং করে নতুন প্লাস্টিক তৈরির উপযোগী করার কাজ করেন।বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।দৃষ্টি প্রতিবন্ধি হওয়ায় আমরা তাকে আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন