জবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য আর কত অপেক্ষা?

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আংশিক কমিটির ঘোষণার বছর পেরিয়ে আরো এক মাস চলে গেলেও এখনো কমিটি পূর্নাঙ্গ হয়নি। ২০২২ সালের পহেলা জানুয়ারি এক বছরের জন্য ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও এস এম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে জয়-লেখক কমিটি।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির সাথে জড়িত অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন প্রায় শেষ। অনেকেই আশঙ্কা করছেন তারা আদৌ কি পূর্ণাঙ্গ কমিটি পাবে নাকি একটি আফসোস নিয়েই শেষ করতে হবে ছাত্র রাজনীতি। কারন এটাও হতে পারে কেন্দ্রের কমিটি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত জবির কমিটি পূর্ণাঙ্গ করবে না। আবার অনেকে এটাও আশংকা করছেন হঠাৎ যদি কেন্দ্র বর্তমান কমিটি বিলুপ্ত করে দেয়?

নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ কর্মী জানান, একটি পদের আশায় দিনের পর দিন নেতাদের পিছনে হাঁটছি জানিনা একটি পদ কবে পাবো। আর যদি একটা পদ না পাই তাহলে এত এত পরিশ্রম দিনের পর দিন নেতাদের পিছনে ঘুরা সব ই বৃথা যাবে।

বিজ্ঞাপন

পূর্ণাঙ্গ কমিটি নিয়ে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, পদপ্রত্যাশীদের সিভি যাছাবাছাই করা হচ্ছে। আমাদেরকে কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশনা দিয়েছেন। সামনে যেহেতু নির্বাচন যারা ক্যাম্পাসে দীর্ঘদিন রাজনীতি করে পারিবারিক ব্যাক রাউন্ড দেখে পূর্ণাঙ্গ কমিটি দিবে কেন্দ্রীয় নেতারা। কত সদস্যের কমিটি হবে এ নিয়ে তিনি বলেন তা অবশ্যই গঠনতন্ত্র অনুসারেই হবে তবে সেটা কত সদস্যের হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। চলতি মাসে সম্ভাবনা নেই তবে হয়তো আগামী মাসে কমিটি পূর্নাঙ্গ হতে পারে এ নিয়ে নিয়মিত কেন্দ্রের সাথে যোগাযোগ করা হচ্ছে।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজিও প্রায় একই বলেন। তিনি বলেন প্রায় হাজার খানেক সিভি জমা পড়েছে যেহেতু দশ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি নেই তাই চেষ্টা থাকবে সর্বোচ্চ সদস্যবিশিষ্ট কমিটি দেওয়া।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন শেখ ওয়ালি আসিফ ইনান মুঠোফোনে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যাল ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গের তাগাদা দেওয়া হয়েছে। শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া আছে তারা সেভাবে কাজ করছেন। কবে নাগাদ হতে পারে পূর্ণাঙ্গ কমিটি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপাতত নির্দেশনা এতটুকুই এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনকে একাধিকবার ফোনকরে ও ক্ষুদেবার্তা দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলাম নেতৃত্বে থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি পূর্নাঙ্গ হয়েছিল এরপরে দীর্ঘ প্রায় দশ বছরে দুইটি কমিটি হলেও এই ইউনিট পূর্নাঙ্গ কমিটি পায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন