চাঁদপুরের মতলবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৩

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চাঁদপুরের মতলব উত্তরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় ৩ জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার ফৈলাকান্দি গ্রামের মৃত নওশের আলী খানের সাথে একই বাড়ির মনোয়ার খানের সাথে বাড়ির সিমানা নিয়ে বিরোধ ছিল। সেই ঘটনার সূত্রধরে মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে শুক্কুর আলী খান (৬৫) ফজর নামাজ শেষে রাস্তায় হাটছিল।

এমন সময় ওৎ পেতে থাকা ,মনোয়ার হোসেন খান, তার ছেলে মো. আল আমিন খান, আহাম্মদ খানসহ আরো কয়েকজন মিলে দেশীয় অস্ত্র লাঠি দিয়ে শুক্কর আলীন খানকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মতলব উত্তর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, মনোয়ার হোসেন খান, তার ছেলে মো. আল-আমিন খান ও আহাম্মদ হোসেন খান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানান, শুক্কর আলী খান রাস্তা দিয়ে হাটার সময় মনোয়ার হোসেন খান তার ছেলে আল-আমীন ও আহাম্মদ হোসেনসহ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেছে।

এবিষয়ে মতলব উত্তর থাানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করেছি। জড়িত বাকীদেরও আটকের চেষ্টা চলছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। ময়না তদন্তেরে জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত