তেঁতুলিয়ায় রাস্তা নিয়ে দ্বন্দ্ব, ঘর ভাংচুর করে অর্থ লুটপাট

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তেঁতুলিয়ায় বসত ঘর ভাংচুর করে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ জানুয়ারি ) উপজেলার শালবাহান ইউনিয়নের খুটাগজ গ্রামের দুই ভাই ইসহাক ও আবুল কাশেমের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় ১৪ জনের নাম এবং আরো ৮-১০ জনের অজ্ঞাতনামা করে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে যাতায়াতের রাস্তা ও জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিলো, শুক্রবার দুপুরে পরিবারের লোকজনের অনুপস্থিতে লাঠি শোটা ধারালো দা শুরি কাঁথি অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসত বাড়িতে
ভাংচুর চালায় এসময় বাড়িতে থাকা দুই ভাইয়ের ২ লক্ষ ৫৭ হাজার টাকা ওজমি কাগজ পত্র নিয়ে যায়।

ইসহাক বলেন, আমরা দু’ভাই বাড়িতে ছিলাম না, ক্ষেতে কাজ করতে যায় বাড়ি ফাকা এসময় তারা বাসায় এসে ভাংচুর চালায়। আমার ভাতিজি সাদিয়া আক্তার (১৫) মোবাইল ফোনের মাধ্যমে ঘরবাড়ি ভাঙার বিষয়টি অবগত করলে। আমরা দুই ভাই বাড়িতে তাড়াতাড়ি চলে আসি। বিপক্ষ দল এ সময় আমদের দেখে বলতে থাকে পা ভাঙ্গিয়া ফেলবো বেশি বাড়াবাড়ি করলে সমাজ হতে উচ্ছেদ করে দিবো। আরো বিভিন্ন প্রকার উশৃংখল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আমি ভয় পেয়ে ৯৯৯ কোল করলে ঘটনা স্থানে পুলিশ আসে এবং এ বিষয়ে একটি অভিযোগ দিতে বলে।

বিজ্ঞাপন

ইসাহাক আলীর ভাতিজি সদিয়া (১৫) জানান, আমি ও আমার ফুফু বাসায় একা, ওরা অনেক লোক এসে আমাদের থাকার ঘর ও গুরু ঘরের বেরা ভেঙ্গেফেলে আমি বলি আপনারা এমন কেন করেন, আমার আব্বু ও বড় আব্বু আসুক তারপর আপনারা ভাঙ্গেন এই কথা বলায় ওরা আমাকে বলে তুই এখান থেকে সরেজা আমরা রাস্তার জন্য আচ্ছি আমাদের রাস্তার দরকার বলে আবার ভাঙ্গা শুরু করে দুর্বিত্তরা। একই কথা বলেন ইসাহাক আলীর বোন।

এই ঘটনায় অভিযুক্ত করা হলেন, সাইফুল ইসলাম (২৫) পিতা :হাজী শাহাবুদ্দিন, সুলতান আলী (৩৫) পিতা :মুন্না মুন্সী, সবুজ (৩৩)পিতা : নুর ইসলাম, এমদাদুল হক (৫৫) পিতা: মৃত ইমান আলী সহ আরো ১০ জন। আরো ৮-৯ জনকে অজ্ঞাত করা হয়েছে।

অভিযুক্ত সাইফুল (২৫) এর সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন থেকেই জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল, এতে বন্ধ হয়ে যায় চলাচলের রাস্তা। দীর্ঘদিন থেকে এই রাস্তা খুলে দেওয়ার দাবি করে আসছিলো এলাকাবাসী, কিন্তু তারা রাস্তাটি খুলে দেয়নি তাই শুক্রবার সমাজের সিদ্ধান্তে সমাজেরলোকেরা এসে রাস্তার উপর স্থাপনা সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

আরেক অভিযুক্ত রহিম (৩০) সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন থেকে এই রাস্তা সকলে ব্যবহার করে আসছে। ব্যবহার করে মানুষ মসজিদে, বাচ্চারা স্কুলে যায়তো আমরা বাজারে যেতাম, এই রাস্তাটির দু’পাশে বাড়ি লোকেরা বেরা ঠেলে দিতে দিতে এক সময় রাস্তাটি বন্দ হয়ে যায়।এই রাস্তা বন্ধ হওয়ার কারণে আমাদের বাজার থেকে শুরু করে যেকোনো জায়গায় যেতে বিপাকে পরতে হয়, তাই সমাজের মানুষ সকলের সিদ্ধান্তে তাদের স্থাপনায় বেরা সরিয়ে দেয়া হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ চৌধুরী জানান,আমি অভিযোগ পায়নি অভিযোগটি হাতে পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন পর্ষদ গঠন ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত