কচুয়া এপির মাধ্যমে হতদরিদ্র ৮৬ পরিবার পেলো পানির ট্যাংক

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিভিন্ন এলাকায় হতদরিদ্র পরিবারের জীবন মান উন্নয়ন সহ বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে।যার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকার মতো বাগেরহাট জেলায় কয়েকটি এরিয়া প্রোগ্রামের মাধ্যমে দীর্ঘ সময় ধরে তাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

সংস্থাটি আজ বাগেরহাটের কচুয়া এপির মাধ্যমে রাড়িপাড়া ইউনিয়নের ৮৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে নিরাপদ বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যাবহারের জন্য প্রতিজনকে ১ হাজার লিটারের একটি করে আর.এফ.এল-সেরা প্লাস্টিকের পানির ট্যাংক বিনামূল্যে প্রদান করেন।বিগত বছরে কচুয়া এপির মাধ্যমে প্রায় হাজারের পরিবারের মাঝে এ ধরনের সহায়তা প্রদান করেছে।

১৩ জুলাই(বুধবার) বিতরণ কার্যক্রমে বক্তব্য দেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল,মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,রাড়িপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমা আক্তার,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,কল্লোল বেনজামিন দাস,শিউলি কস্তা,রিপন হালদার,সমর হালদার,পলাস রঞ্জন সরকার প্রমুখ।

সংস্থাটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সমাজের হতদরিদ্র পরিবার এবং তাদের শিশুদের সহায়তা করে তাদের জীবন-মানন্নোয়ন এবং দারিদ্রতা দূরীকরনে এ পর্যন্ত অসংখ্য অবদান রেখেছে।বাগেরহাটের কচুয়া এপির পক্ষ থেকে এলাকার হত দরিদ্র পরিবারের মাঝে ইতিপূর্বে বাছুর সহ গাভী,বকনা বাছুর,চা ও মুদি মালামাল,সেলাই কাজের জন্য সিট কাপড়,সেলুনের কাজের মালামাল,খুদ্রকুটির শিল্পের জন্য বাশ ও বেত, উন্নত জাতের হাসঁ,সেলাই মেশিন,সৌর চালিত পিএসএফ,স্বাস্থ্য সম্মত বাথরুম,সবজি ও ধান বীজ, শিশুদের শিক্ষা উপকরণ প্রদান সহ বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি সহ অসংখ্য উন্নয়ন মুখী কাজ করেছে এবং বর্তমানেও অব্যাহত আছে।

সংস্থাটির সম্পর্কে সংক্ষেপে জানাযায়,২য় বিশ্বযুদ্ধের সময়কালে ১৯৫০ সালে ড. বব পিয়ার্স(অনাথ)এটি প্রতিষ্ঠা করেন।ধিরে ধিরে ওয়ার্ল্ড ভিশন আজ বিশ্বের শতাধিক দেশে সেবা দিচ্ছে। ১৯৭০ সালে ওয়ার্ল্ড ভিশন দেশের দক্ষিণাঞ্চলের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে জরুরী ত্রাণসামগ্রী বিতরণ করে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ভারতে আশ্রয় নেয়া শরনার্থীদের জরুরী ত্রাণ সহায়তা দেয়। ১৯৭২ সালে ওয়ার্ল্ড ভিশন যুদ্ধ-বিদ্ধস্ত বাংলাদেশকে পুর্নগঠন করার জন্য নেত্রকোনা জেলার বিরিশিরির দুর্গাপুরে কার্যক্রম শুরু করে।

বিজ্ঞাপন

সংস্থাটি সরকারের এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধিত। সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ভিশন দারিদ্রের মূল কারণগুলি সনাক্ত করে সমাজের হতদরিদ্র এবং সবচেয়ে অবহেলিত বিশেষ করে পিছিয়ে থাকা সমাজ, পথশিশু, কর্মজীবি শিশু, আদিবাসী ও সমাজের নিগৃহীত শিশুদের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি বিভিন্ন অংশীদার, বিশেষ করে সরকার এবং সুশীল সমাজের সাথে কাজ করে। এছাড়া দুর্যোগে দ্রুত সাড়া দেয় এবং দূর্যোগ কবলিত জনগণ বিশেষ করে শিশুদের জীবন রক্ষা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে কাজ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন