মাতৃদুগ্ধের বিকল্প নেই

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মাতৃদুগ্ধ প্রতিটা শিশুর জন্মগত অধিকার। শিশুর সুস্থ দেহ, পরিপূর্ণ বিকাশ, মানসিক ও প্রতিভার বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। শিশুকে বুকের দুধ খাওয়ানো টা সম্পূর্ণ নির্ভর করে তার মায়ের মন মানসিকতার উপর। মাতৃদুগ্ধ পানের মধ্য দিয়ে মা ও শিশুর মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, শিশুদের প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ পান করালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) প্রতিবছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করে থাকে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পরিমিত মাতৃদুগ্ধের অভাবে শিশুর নিউমোনিয়া জনিত মৃত‍্যুর ঝুঁকি প্রায় ১৫ শতাংশ, ডায়রিয়ায় মৃত্যুর ঝুঁকি প্রায় ১১ শতাংশ, অপুষ্টি ও অন্যান্য কারণে শিশুদের মৃত‍্যুর ঝুঁকি প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। শিশুরা যেন কোনভাবেই তাদের মৌলিক অধিকার মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে মায়েদের গুরুত্ব দিতে হবে। জন্মের প্রথম ৬ মাস শুধু মাতৃদুগ্ধ এবং ৭ থেকে ১৪ মাস পর্যন্ত বুকের দুধের পাশাপাশি শিশুকে অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানো যেতে পারে। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মননে ও আচরণে মায়ের আচরণের প্রতিফলন সৃষ্টি করে ও আত্মিক সম্পর্ক গড়ে তুলে।

সম্প্রতি আমাদের দেশের কিছু মা নিজেদের ফিটনেস ধরে রাখতে সন্তানদেরকে তাদের মৌলিক চাহিদা মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করে কৌটাজাত দুধ খাইয়ে থাকেন যা শিশুদের স্বাস্থ্যের জন্য তেমন উপকারী নয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, বাজারের কৌটাজাত দুধে বিভিন্ন ভেজাল মিশ্রিত থাকার ফলে শিশুদের নানা রোগ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অনেক মায়েরা তাদের চাকরি ও ব্যবসায়িক কাজের মতো অযৌক্তিক কারণ দেখিয়ে শিশুদেরকে মাতৃদুগ্ধ দানে অনিহা প্রকাশ করেন। অথচ বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস- আদালত, রেল স্টেশন, চিড়িয়াখানা, শপিংমলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করেছে। এমনকি শিশুকে স্তন‍্যদানের সুবিধার্থে বাংলাদেশ সরকার ছয়মাস বেতনসহ মাতৃত্বকালীন ছুটির বিধান রেখেছে।

ইউনিসেফের (unicef) এক সমীক্ষা মতে, বিশ্বের সকল নবজাত শিশু ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পান করলে প্রতিবছর প্রায় ১৫ লক্ষ শিশুর মৃত্যু রোধ করা হয়তো সম্ভব হতো। এমতাবস্থায় প্রতিটি শিশুই যেন পরিমিত মাতৃদুগ্ধ পান করতে পারে সে ব্যাপারে শিশুকে স্তন্যদানের উপকারিতা, মানসিক সাপোর্ট ও পুষ্টিগুণ সম্পর্কে এ প্রজন্মের মায়েদের মধ্যে গণসচেতনতা তৈরীর পাশাপাশি মায়েদের স্তন‍্যদানের বিকল্প নেই।

 

বিজ্ঞাপন

মাহমুদুল হক হাসান 
লেখক ও সংগঠক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন পর্ষদ গঠন ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত