বটবৃক্ষের উপকথা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইতিহাসের প্রত্যক্ষদর্শী হয়ে দাঁড়িয়ে থাকা বিশাল এক ছায়াবৃক্ষ আমি। আমার অবিরত শাখা-প্রশাখা আর অজস্র পাতাজুড়ে রয়েছে কালের বিস্তৃত ইতিহাস।

আমি ভীষণ মমতাময়ী অতি উদার এক বৃক্ষ। বিশুদ্ধ অক্সিজেন আর নির্মল ছায়া দিয়ে বাঁচিয়ে রেখেছি তোমাদের। উৎসব পার্বণে আমার ছায়াতলে জমে উঠে ব্যতিক্রমি সব আয়োজন। বৈশাখী মেলা, পি

ঠামেলা, বস্ত্রমেলা কখনওবা ধর্মীয়, কৃষি ও ঋতুভিত্তিক মেলার আয়োজন হয়। আমার ছায়াতলে আশ্রয় নেয় গৃহহীন ও ছিন্নমূলের অসহায় মানুষ। সহায়সম্বলহীন থেকে বিত্তশালী পর্যন্ত সবাই আমার বন্ধু। পরম যত্নে আমি তোমাদের আগলে রাখি। আমি বটবৃক্ষ। আমার বাহুতেই শত প্রাণের অবলম্বন।

বিজ্ঞাপন

উদ্ভিদবিদ্যার দ্বিপদ নামকরণ অনুযায়ী মোরাসিয়া পরিবারের এই বিশালাকার বটবৃক্ষটির বৈজ্ঞানিক নাম ফাইকাস বেঙ্গালেনসিস (Ficus-benghalensis)। এটি চিরহরিৎ সাইকাস বহুবর্ষজীবি বৃক্ষ। এর আদিনিবাস হল বঙ্গভূমি (বাংলাভাষী অঞ্চল)। বটের পাতা একান্তর, ডিম্বাকৃতি, মসৃণ ও উজ্জ্বল সবুজ। ডুমুর ফলের মতো ছোট আকৃতির এই ফল পাকলে নরম ও লাল রঙের হয়। কিন্তু মানুষের জন্য এই ফল খাওয়ার যোগ্য নয়।

বট বাংলা অঞ্চলের আদিমতম বৃক্ষ। বটবৃক্ষকে ঘিরে বাংলা অঞ্চলের রয়েছে শত-সহস্র বছরের ইতিাস, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন। বটবৃক্ষ নিয়ে বাংলা সাহিত্য ও রচনা লেখা হয়েছে।

আদিমতম বৃক্ষ হিসাবে বটবৃক্ষ বাঙালির জীবনে শত-সহস্র বছর ধরে সামাজিক, সৃংস্কৃতি, ধর্মীয় ও সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। আমাদের সমাজে এখনও প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে, বাঙালিরা গর্বের সাথে বটবৃক্ষ শব্দটি ব্যবহার করে। অর্থাৎ এটি একটি রুপক সম্মানসূচক অর্থ বহন করে। যিনি বটবৃক্ষের ন্যয় একটি পরিবার কিংবা সমাজকে সকল অনিষ্ট থেকে স্বযত্নে পথনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

বট বৃক্ষকে ঘিরে বাংলা অঞ্চলে রয়েছে নানান ঐতিহ্য, এখনও ছায়ানটের বাংলার পহেলা বৈশাখের নববর্ষ বরণ বটবৃক্ষের তলায় হয়। নানা উপকারিতা ও ধর্মীয় গুরুত্বের কারণে বটবৃক্ষ ভারতের জাতীয় বৃক্ষ।

উষ্ণ আবহাওয়ায় বিশাল আয়তনের এই ছায়াবৃক্ষটি আমাদের নানা উপকারে আসে। প্রাচীনকাল থেকেই বটবৃক্ষের ছায়ায় হাট-বাজার বসত, মেলা হত, লোকগানের আসর বসত, জনসভার আয়োজন হত। কারণ বাংলার গ্রামাঞ্চলে বড় কোন সুশীতল হলরুম ছিলনা। আর তাই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও জনসভাগুলো ছায়া সুনিবিড় বটতলায় অনুষ্ঠিত হতো।

বট গাছের ফল কাক, শালিক ও বাদুড়ের প্রিয় খাদ্য এবং শকুন ও এ জাতীয় পাখির নিরাপদ আশ্রয়স্থল। বটের নানা রকম উপকারিতা রয়েছে। এর কষ থেকে নিম্নমানের রাবার তৈরি হয় এবং বাকলের আঁশ দড়ি ও অন্যান্য কাজে ব্যবহার্য। এর পাতা কুষ্ঠরোগে উপকারি। এছাড়াও ঔষধি গুণাগুণ সমৃদ্ধ বটের আঠা পায়ের ফাটা নিরাময়ে প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়। বটের ছাল দেহের মেদ কমায়। হাড় মচকে গেলে এর ছাল বেটে গরম করে মালিস করলে নিরাময় হয়।

কৃষক-শ্রমিক-দিনমজুরের জন্য বটবৃক্ষ হয়ে উঠে জীবনরক্ষকারী আশ্রয়স্থল হিসাবে। অর্থাৎ যাকে বলা হয় অসহায়ত্বের শেষ অবলম্বন। কারণ দিনভর অক্লান্ত পরিশ্রম করে রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে যখন তারা জীর্ণশীর্ণ অবস্থায় ক্লান্ত হয়ে পড়ে, তখন বটবৃক্ষের ছায়া তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। বিশেষ করে তৃণমূল ও ছিন্নমূল মানুষের জন্য বটবৃক্ষের উপকারিতা অনস্বীকার্য। তবে এতসব উপকার কিংবা সমৃদ্ধির কথা ক্রমেই রুপকথার সাথে মিশে যাবার পথে। এক দশক আগেও বটগাছের এমন সৌন্দর্য আমাদের পথে প্রান্তরে কিংবা সবুজ মাঠের পাশে দেখা মিলত।

কিন্তু প্রতিনিয়ত বৃক্ষ নিধন বটবৃক্ষের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। জনসংখ্যার চাপ, শিল্প-কারখানা ও নগরায়নের কারণেই মূলত নির্বিচারে বৃক্ষনিধন করা হচ্ছে। ফলস্রুতিতে হাজার বছরের পুরনো বটবৃক্ষগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে অচিরেই।

সমাজ এবং আমরা বড় নিষ্ঠুর সময়ের ইন্দ্রজালে বন্দি। যে বটগাছ আমাদের আগলে রেখেছিল আমরা ক্রমেই সেটিকে ধ্বংস করেছি। তাই এখন সময় এসেছে জাগ্রত হবার। জাগাতে হবে আমাদের বিবেক। শুধু বটবৃক্ষ নয়, যুগ যুগ ধরে যে বৃক্ষগুলো আমাদের উপকারী বন্ধু হয়ে আগলে রেখেছে, আজ সময় এসেছে তাদের আগলে রাখার। কাঠ ফাটা রোদ থেকে এতদিন আমরা ছায়া পেয়েছি, মায়া পেয়েছি। আজ আমাদেরই বৃক্ষ হয়ে তাদের ছায়া দিতে হবে, মায়া দিতে হবে। কোনো কুঠার নয়, কোনো করাত নয়, মানুষ হয়ে উপকারীর উপকারিতা স্বীকার করে বৃক্ষ বাঁচাতে আমাদেরই আজ বৃক্ষ হতে হবে। দিতে হবে বন্ধুত্বের পরিচয়। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন