সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি যেসব দেশে

প্রবাসী- ছবি: সংগৃহীত

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রতিবছরই বৈধ পথে আয় করতে অনেক বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন বিশ্বের কোনো না কোনো দেশে। বৈধভাবে বিদেশে যাওয়া এসব প্রবাসীর হিসাব রাখে সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

তবে বাংলাদেশের ঠিক কতজন নাগরিক বর্তমানে প্রবাসে আছেন, তার পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান নেই। বিএমইটির হিসাবে ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত এক কোটি ২৬ লাখ বাংলাদেশি কর্মসংস্থানের জন্য দেশের বাইরে গেছেন। তবে তাঁদের মধ্যে কতজন দেশে ফিরে এসেছেন, সে পরিসংখ্যান নেই বিএমইটির কাছে। জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রবাসীদের আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের কারণে বাংলাদেশের রিজার্ভের অঙ্কটাও এখন বেশ শক্তিশালী। পরিসংখ্যান জানাচ্ছে, ১৯৭৬ সালে মাত্র ২৪ লাখ ডলার বা প্রায় ৩৬ কোটি টাকার রেমিট্যান্স এসেছিল দেশে। সে তুলনায় রেমিট্যান্স এখন অনেক বেড়েছে। কেবল গত বছরই রেমিট্যান্স এসেছে এক হাজার ৫৫৫ কোটি ডলার বা এক লাখ ৩০ হাজার কোটি টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত ২০ হাজার ৩৭৪ কোটি ডলার বা ১৪ লাখ ৬৭ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন পর্যন্ত ৩৮ লাখ ৮৪ হাজার বাংলাদেশি পাড়ি জমিয়েছেন। মাত্র ২১৭ জন দিয়ে ১৯৭৬ সালে এই শ্রমবাজারের যাত্রা শুরু। ২০১৭ সালে সর্বোচ্চ পাঁচ লাখ ৫১ হাজার বাংলাদেশি কাজ নিয়ে গেছেন সৌদি আরবে। আর গত আগস্ট পর্যন্ত সেখানে পাড়ি জমিয়েছেন দুই লাখ ৩৪ হাজার বাংলাদেশি।

তবে শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতই ছিল বাংলাদেশের বড় শ্রমবাজার। ২০০৮ সালে দেশটিতে এক বছরে সবচেয়ে বেশি চার লাখ ১৯ হাজার বাংলাদেশি গেছেন। তবে ২০১৩ সালের পর থেকে এ সংখ্যা বেশ কমে গেছে। গত বছর মাত্র তিন হাজার ২৩৫ বাংলাদেশি দেশটিতে পাড়ি জমানোর সুযোগ পেয়েছেন। ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত আরব আমিরাতে কর্মসূত্রে পাড়ি জমিয়েছেন ২৩ লাখ ৭০ হাজার বাংলাদেশি, যা মোট জনশক্তি রপ্তানির প্রায় ১৯ ভাগ।

প্রবাসী বাংলাদেশিদের গন্তব্যের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে পারস্য উপসাগরীয় দেশ ওমান। এখন পর্যন্ত ১৪ লাখ ৭৭ হাজার বাংলাদেশি সেখানে কাজ নিয়ে গেছেন। তবে তিন বছর ধরে এই দেশেও কর্মসূত্রে বাংলাদেশি যাওয়ার সংখ্যা কমছে। ২০১৬ সালে ওমানে পাড়ি জমিয়েছেন এক লাখ ৮৮ হাজার বাংলাদেশি। আর গেল বছর তা নেমে এসেছে ৪৭ হাজার ৭৮৭ জনে।

বিজ্ঞাপন

বাংলাদেশিদের কাছে কর্মক্ষেত্র হিসেবে মালয়েশিয়া আকর্ষণীয় হয়ে উঠতে শুরু করে মূলত ১৯৯০ সালের পর থেকে। ২০০৭ সালে এশিয়ার দেশটিতে সবচেয়ে বেশি দুই লাখ ৭৩ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক কাজের জন্য গেছেন। মাঝে এই সংখ্যা কমলেও সম্প্রতি আবার বেড়েছে। গত বছর কর্মসূত্রে দেশটিতে গেছেন এক লাখ ৭৬ হাজার বাংলাদেশি। সব মিলিয়ে মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করতে গেছেন সাড়ে ১০ লাখের বেশি বাংলাদেশি।

বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানিতে কাতারের বাজার ২০০৬ সাল পর্যন্ত ততটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটিও এখন বিদেশ গমনেচ্ছুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। কাতারের ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজন সেখানে অনেক বাংলাদেশির জন্যই কাজের সুযোগ তৈরি করেছে। এখন পর্যন্ত দেশটিতে কাজ নিয়ে গেছেন প্রায় আট লাখ বাংলাদেশি।

বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য পছন্দের এক গন্তব্য সিঙ্গাপুর। এখন পর্যন্ত সাত লাখ ৬৫ হাজার বাংলাদেশি এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশটিতে পা রেখেছেন, যা মোট প্রবাসীর ছয় ভাগের কিছু বেশি। এর মধ্যে ২০১৩ সালে সবচেয়ে বেশি ৬০ হাজার বাংলাদেশি সিঙ্গাপুর গেছেন।

কুয়েতের মতো গুরুত্বপূর্ণ এক শ্রমবাজার বাংলাদেশিদের জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বলা চলে। ২০০৮ থেকে ২০১৩—এ সময়ে মাত্র ৪১৪ বাংলাদেশি দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। ২০১৪ সাল থেকে এ সংখ্যা বাড়তে শুরু করলেও গত দুই বছর তা আবার পড়তির দিকে। এখন পর্যন্ত কুয়েতে ছয় লাখ ২৪ হাজার বাংলাদেশি গেছেন, যা মোট প্রবাসীর প্রায় পাঁচ ভাগ।

এ ছাড়া কর্মসূত্রে বাহরাইন গেছেন চার লাখ ১০ হাজার বাংলাদেশি। এর মধ্যে ২০১৬ সালে সবচেয়ে বেশি ৭২ হাজার বাংলাদেশি কাজ নিয়ে পাড়ি জমিয়েছেন পারস্য উপসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। বিএমইটির কাছে ২০০২ সাল থেকে দেশটিতে পাড়ি জমানো বাংলাদেশিদের তথ্য রয়েছে। সে হিসাব অনুযায়ী পশ্চিম ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ৫৫ হাজার বাংলাদেশি বৈধপথে কাজ করতে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন