৬ দফা দাবিতে শেরপুর প্রেসক্লাবে তালা ও প্রতিবাদ কর্মসূচী পালন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শেরপুর প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ন কমিটি বাতিলসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে জেলার অধিকার বঞ্চিত সাংবাদিকরা শেরপুর প্রেসক্লাবে তালা ঝুলিয়ে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন। জেলায় কর্মরত প্রায় শতাধিক সাংবাদিক এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে ও উভয় পক্ষের প্রতিনিধিদের হস্তক্ষেপে প্রথম দিনের অবস্থান কর্মসূচী তুলে নেয় সাংবাদিকরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রেসক্লাব একটি পেশাজীবী সংগঠন। সাংবাদিকদের পেশার মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, নিপীড়িত সংবাদ কর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের বিপদে সহযোগিতার জন্য কাজ করা প্রেসক্লাবের অন্যতম দায়িত্ব। কিন্তু প্রেসক্লাবের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে কিছু ব্যক্তির জন্য।

দেশের প্রথম সারির মিডিয়াতে কাজ করা কিছু সাংবাদিককে কালো তালিকাভুক্ত করেছে শেরপুর প্রেসক্লাব। এই তালিকা প্রত্যাহার সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার ও মানবাধিকার সংস্থা আমাদের আইনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নূরে আলম চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মারুফুর রহমান মারুফ, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন ও দৈনিক কালবেলা পত্রিকায় জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সহ উভয়পক্ষের তিনজন করে প্রতিনিধিদের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, মহিউদ্দিন সোহেল, যুগ্ম সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ও নুরে আলম চঞ্চল বৈঠকে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করেন।

এতে সাংবাদিকদের উথ্যাপিত দাবিসমুহ নিয়ে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানে পৌছার লক্ষ্যে জেলার শীর্ষ স্থানীয় প্রশাসনিক কর্মকতা ও রাজনৈনিক নেতৃবৃন্দদের সমন্বয়ে পরবর্তীতে বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেন সাংবাদিকরা।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন