১০ দফা দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনা জেলার বিএনপিরঅঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) দুপুরে পাবনা শহরের মুজাহিদ ক্লাবের বাংলাদেশ ঈদগাহ মাঠ থেকে শিমুল বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের আতাইকুলা রোড, আব্দুল হামিদ রোড, পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রদক্ষিণ শেষে গোপালপুর আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস টেকনিক্যাল কলেজে গিয়ে শেষ হয়। পরে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সকল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি, দলের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, তারেক রহমানের মামলা প্রত্যাহার করো, করতে হবে ইত্যাদি স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল-মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী সদ্য কারামুক্ত অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, আমি শেখ হাসিনার দু:শাসনের শিকার হয়ে চতুর্থবারের মতো গ্রেফতার ও কারাবরণ করলাম। এবারের মামলা দিয়ে আমার নামে ১১৯টা মিথ্যা মামলা দায়ের হয়েছে। যদি মৃত্যু মুখোমুখি দাঁড়াতে হয় তবুও বলবো খালেদা জিয়ার কথা, দেশনায়ক তারেক রহমানের কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা। শেখ হাসিনার দুঃশাসনের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সরকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘নিরাপরাধ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৪০ লক্ষ নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের এই চলমান লড়াই নিজেদের ভাগ্য ও সার্থ উদ্ধারের জন্য দেশ ভাগ বদলের জন্য। দেশে আইনের শাসন ও সুশাসন ফেরানোসহ দেশবাসীকে মুক্তি দিতে ১০ দফা দাবি দেয়া হয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, সেলিম রেজা হাবিব, কে.এম আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম মুসা, পাবনা পৌর বিএনপির সাবেক সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, পাবনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন- সম্পাদক টুটুল বিশ্বাস, আবু বকর সিদ্দিক মকু, আব্দুল হালিম সাজ্জাদ, মোসাব্বির হোসেন সন্জু, পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, ফরিদপুর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাষ্টার, আতাইকুলা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি।

আরও বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাম মোল্লা, অ্যাডভোকেট নাজমুল হাসান শাহিন, মুসাব্বির হোসেন সন্জু, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব, সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, কেন্দ্রীয় যুবদলের সহ-সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা মৎসজীবী দলের সভাপতি আজম, জেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদিকা শামীম আরা মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লেমন প্রমুখ।

এর আগে, সকালে সদ্য কারামুক্ত শিমুল বিশ্বাস পাবনার কাজিরহাটে পৌঁছালে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যার্থনা জানান। বেড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, সাবেক এমপি সেলিম রেজা হাবিব, কে.এম আনোয়ারুল ইসলাম, ফজলার ফকির প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ!