হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড রাঙ্গুনিয়া, ব্যাপক ক্ষতি ফসল ও ইটভাটার

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হঠাৎ কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, ফসলের। ব্যাপক ক্ষতি হয়েছে ইটভাটার।রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় হঠাৎ করে উপজেলায় এ কালবৈশাখীর ঝড় শুরু হয়।

জানা যায়, আজ সকালে উত্তরদিক থেকে প্রচণ্ড বেগে বাতাস ও শিলাবৃষ্টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আঘাত হানে। এতে কাঁচা ঘরবাড়ি, ইটভাটা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বিপুলসংখ্যক প্রস্তুতকৃত কাঁচা ইট থেঁতলে গলে গেছে। এতে উপজেলার বিভিন্ন ইটভাটায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইটভাটার মালিকেরা। সেসাথে সবজি ক্ষেতসহ উপজেলার কয়েক’শ হেক্টর জমির ইরি-বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ায় সংযোগ ক্যাবল তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট দুর্বল হয়ে পড়েছে।

ইটভাটা মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী মিল্টন জানান, আজ সকালে রাঙ্গুনিয়ার ওপর দিয়ে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি বইতে থাকে। এতে উপজেলার ইসলামপুর, রাজানগর, দ: রাজানগর লালানগর, হোছনাবাদ, কোদালা, সরফভাটা, জঙ্গল পারুয়া,পদুয়া ও পোমরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত শতাধিক ইটভাটায় পোড়ানোর অপেক্ষায় প্রস্তুতকৃত প্রায় দেড় থেকে দুই কোটি কাঁচা ইট গলে যায়। এসব ইটের বাজারমূল্য প্রায় ১৫-১৬ কোটি টাকা। ইটভাটার মালিকেরা প্রতিবছর প্রতিটি ইটভাটায় ৮০-৯০ লাখ ইট উৎপাদন করেন। আজকের আকস্মিক ঝড়ে বিপুল পরিমাণ কাঁচা ইট গলে যাওয়ায় মালিকেরা প্রচুর লোকসানের সম্মুখীন হয়েছেন।

বিজ্ঞাপন

দ: রাজানগরের ধামাইরহাট বাজারের সবজি ব্যবসায়ী নো: জসিম উদ্দিন জানান, খড়াতাপে এমনিতেই ফসলের উৎপাদন কমে গেছে। এরই মধ্যে কালবৈশাখী ঝড়ে অধিকাংশ এলাকার বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, ‘চলতি মৌসুমে উপজেলার গুমাই বিলসহ ১৭টি বিলে প্রায় ৭ হাজার ৫শ হেক্টর জমিতে ইরি-বোরোর চাষ হয়েছে। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে উপজেলার ১৭টি বিলে কমপক্ষে ১ হাজার ৫শ হেক্টর ধান ক্ষেতের ক্ষতিসাধন হয়েছে।’

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী বলেন, ‘ঝড়ে উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানি না। কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।’

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন পর্ষদ গঠন ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত