সুশিক্ষা ও সুনাগরিক গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠাগুলো কাজ করে যাচ্ছে:প্রফেসর ড. মোছাদ্দেক

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক ডীন ও ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা সমাজের সম্পদ, তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সুশিক্ষা ও সুনাগরিক গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠাগুলো কাজ করে যাচ্ছে।

একজন শিক্ষার্থী দেশে-বিদেশে শিক্ষার আলো ছড়িয়ে সমাজ বির্নিমানে অবদান রাখতে সক্ষম।আমাদের উচিত তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করা। তিনি গতকাল শনিবার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণভাগ সাজিদ আলী এন্ড ইশাদ আলী উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্ব, পরিচালনা কমিটির সদস্য ইব্রাহিম আলী, শিক্ষক অমলকান্তি দাস ও প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওদুদ এর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, হযরত শাহপরাণ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ঋষিকেশ ধর,লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলকুর রহমান,বিশিষ্ট সমাজসেবী ওজি মোহাম্মদ কাওসার। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এডভোকেটআব্দুল মুনিম এনাম, পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালিক পাখি,জিল্লুর রহমান, ইউপি সদস্য আব্দুল মালিক, বিদ্যালয়ের শিক্ষক শাহানুর আহমদ, প্রাক্তন শিক্ষার্থী অলিউর রহমান বর্তমান শিক্ষার্থী সাবিনা আক্তার।

বিজ্ঞাপন

এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল সুনীল চন্দ্র দাস,রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রিন্সিপাল বিজিত চক্রবর্তী, লক্ষণাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এনামুল হক, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ,গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের প্রিন্সিপাল জামিল আহমদ।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এ কে এম মতিউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানপ প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম। বক্তব্য রাখেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফলকুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সুরুজ্জামান মিয়া,প্রাক্তন শিক্ষার্থী এলমিন সুলতানা ।

এছাড়া অনুষ্ঠানের প্রথম পর্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণমূলক আলোচনাসভায় অংশগ্রহণ করেন শিক্ষিকা বেদানা বেগম, রুবেল আহমদ মাস্টার, সাংবাদিক আবুল কাশেম রুমন, কাউসার আলম, মোজাম্মেল হক সুজা, ইমরান আহমদ, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম বাপ্পি, তান্নি বেগম, রুদ্র পাল প্রমুখ।

বিজ্ঞাপন

 

এ উপলক্ষে ৩০ বছরের মুকুর নামে এসএসসি২০০০ ব্যাচের সৌজন্যে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ!