সুন্দরগঞ্জ আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি, মাদককারবারীদের রাখতে তোড়জোড়

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চিলমারী উপজেলার সিমান্তবতী এলাকার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে মাদক ব্যবসায়ী, বিএনপি-জামায়াত কর্মী ও একাধিক মামলার আসামীকে অন্তভর্’ক্ত করতে তোড়জোড় চলছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা চিহ্নিত এসব অপরাধীদের কমিটিতে স্থান পাইয়ে দিতে লবিং করছেন। স্থানীয় আওয়ামী লীগের পদ প্রত্যাশী নেতারা এ নিয়ে ক্ষুদ্ধ মনোভাব ব্যক্ত করেছেন।

গত বছর ১২ জুন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশরাফুল আলম সরকার লেবু।

খোঁজ নিয়ে জানা যায়, সুন্দরগঞ্জে আলোচিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী সাজু সরদারকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেষ্টা করছেন। সাজু আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনে কখনই সম্পৃক্ত ছিলেন না। তার নামে মাদ্রক মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় মাদক স¤্রাট হিসেবে পরিচিত সাজু সরদারের ছোট ভাই শামীম সরদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে তার একটি পা বিচ্ছিন্ন হয়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের অনৈতিক সুবিধা দিয়ে সাজু কমিটিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের।

বিজ্ঞাপন

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটির সহ সভাপতি মো: সাজেদুল ইসলাম বলেন, সাজু সরদার সুন্দরগঞ্জে আলোচিত মাদক ব্যাবসায়ী। এমন বিতর্কিত ব্যক্তি কমিটিতে স্থান পেলে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুন্ন হবে। সুন্দরগঞ্জের রাজনীতি কলঙ্কিত হবে। তিনি বলেন, মাদক স¤্রাট ও বিএনপি-জামায়াতের বেশ কয়েকজন নেতাকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়ার চেষ্টায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা এসব বিতর্কিতদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন।

পদ প্রত্যার্শী স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেবুর হাত ধরে দলের অনুপ্রবেশের চেষ্টা করছেন মো: মশিউ রহমান বিপ্লব। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জামাত নেতা মাজেদের মামাতো ভাই। তার নামে জমি দখল, চাঁদাবাজি, হুমকি-ধামকি, ঘরবাড়ি পোড়ানো, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

তারা আরো বলেন, কখনই দল না করে বিএনপি-জামায়াত পরিবারের মো: নূর আলম সরকার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে ভেড়ানোর চেষ্টা চলছে। এখানেও দলের বেশ কয়েকজন নেতা উপজেলা কমিটি সমন্বয়কের দায়িত্বে থাকা নেতারা সুপারিশ করছেন। এনিয়ে বেশ বেকায়দায় আছেন পূর্ণাঙ্গ কমিটি গঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা উপজেলা নেতারা।

বিজ্ঞাপন

সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু বলেন, সাজু সরদারকে কমিটিতে রাখার সুযোগ নেই। সাজু সরদার চিহ্নিত মাদক কারবারী। তিনি আরো বলেন, আমরা এখনও পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করিনি। চেষ্টা করব যেন বিতর্কিত কেউ কমিটিতে স্থান না পায়।

জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী বলেন, পূর্ণাঙ্গ কমিটির কাজ কেবল শুরু হয়েছে। কমিটি প্রকাশের আগে বিতর্কিত কেউ স্থান পেল কিনা বলার সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, সাজু মাদক সমাট্র কিনা জানি না। তবে সে যোগ্য হলে অবশ্যই পদ পাবে। তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদক কমিটি পূর্ণাঙ্গ করে আমাদের কাছে পাঠালে আমরা তা যাচাই-বাছাই করব। যোজন-বিযোজনের প্রয়োজন হলে করব। তবে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পেতে আমি কোন সুপারিশ করছি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের উপকারিতা ও গুনাগুণ সম্পর্কে কৃষকদের অবহিতকরণ দ্বিতীয় ধাপে আরও কমল ভোটের হার, এবার রাজনীতিকে দুষলেন সিইসি ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা কাউখালীতে রাত পোহালেই উপজেলা পরিষদ নির্বাচন রাত পোহালেই শেরপুরের দুই উপজেলায় ভোট মতলব উত্তরে সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর আটক ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে এখন ইউরোপে লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার ভোলায় ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ আগামীকাল ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু