শেরপুরে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার-৪

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শেরপুরে গুলি ও অবৈধ আগ্নেয়াস্ত্র সহ এক নাশকতাকারি এবং অবৈধ মাদকসহ অপর ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তাদের কাছ থেকে গুলিসহ একটি বিদেশী ওয়ান শুটারগান, ১টি কিলিং চেইন, ৬ কেজি গাজাঁ, ১টি মিনি ট্রাক, ১৩৭ বোতল বিদেশী মদ, সিমসহ ৪ টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলকেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুর ক্যাম্পের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে শেরপুর সদর থানার ভাতশালা এলাকার সাবিনা ইয়াসমিনের বসতঘরের শয়ন কক্ষ থেকে বিদেশী অবৈধ আগ্নেয়াস্ত্র সহ নাশকতাকারি মোঃ কামাল হোসেন(৩২)কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট হতে ১টি বিদেশী ওয়ান শুটারগান,১ রাউন্ড গুলি,১টি কিলিং চেইন,১ টি মোবাইল ও নগদ ৪ শত টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক, নারী ও শিশু নির্যাতনের একাধিক মামলা রয়েছে। কামাল হোসেন সদর থানার গনই মমিনা কান্দার মৃত আব্দুল মালেকের ছেলে।

বিজ্ঞাপন

এক‌ই দিন মধ্যরাতে অভিনব কায়দায় গাঁজা পাঁচারকালে মোঃ নজরুল ইসলাম(২০) ও মোঃ দুলাল মিয়া(২৬) নামের ২ মাদক কারবারিকে সদর থানার চাঁন্দের নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ কেজি গাজাঁ, ১টি মিনি ট্রাক ও ১টি মোবাইল। তারা মিনি ট্রাকের ড্যাস বোর্ডের ভিতর লক্ষাধিক টাকার ওই গাজাঁ পাচার করছিল। নজরুল ইসলাম সদর থানার চৈতনখিলা বটতলা এলাকার মোঃ মোক্তার আলীর ছেলে এবং দুলাল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাড়িরহাটি এলাকার মৃত আঃ রশিদের ছেলে।

এছাড়াও র‌্যাবের অপর অভিযানে এদিন মধ্যরাতে সদর থানার চৈতনখিলা এলাকা থেকে ১৩৭ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ আঙ্গুর মিয়াকে(২৭) গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ১৩৭ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ,২ টি মোবাইল এবং ১,৫৮০ নগদ টাকা। আঙ্গুর মিয়া ওই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার রিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন