শশুরের কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় পুত্র বধুকে একতরফা তালাক !

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহীর তানোরে শশুরের কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় পুত্র বধুকে এক তরফা তালাক দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তানোর পৌর এলাকার গোকুল গ্রামে এই ঘটনা ঘটেছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর রোববার ভিকটিমের পিতা বাদি তানোর পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বিবাদী করা হয়েছে গোকুল গ্রামের আলাল উদ্দিনের পুত্র পারভেজ মেহেদি আল মারুফকে। নাম প্রকাশে অনিচ্ছুক গোকুল গ্রামের একাধিক বাসিন্দা বলেন, আলাল ও মারুফ তারা বাপ-বেটা যা করেছে সেটা অন্যায়। আর শশুর হয়ে পুত্রবধুকে কুপ্রস্তাব এর একটা সুবিচার হওয়া প্রয়োজন।

স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত প্রায় দু’বছর পুর্বে তানোর পৌর এলাকার গোকুল গ্রামের আলাল উদ্দিনের পুত্র পারভেজ মেহেদি আল মারুফের সঙ্গে বিবাহ হয় নাটোর জেলার লালপুর উপজেলার রাকসা গ্রামের জনৈক ব্যক্তির কন্যার। বিয়ের পর থেকে সন্তান না নেয়ার জন্য পুত্র বধুকে নানা কৌশলে চাপ দেয়া হয়।

বিজ্ঞাপন

এমনকি বিভিন্ন অজুহাতে যৌতুক হিসেবে মোটরসাইকেল ও ফ্রিজসহ প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকার মালামাল হাতিয়ে নেয়। কিন্ত্ত এসব হাতিয়ে নেয়ার পর কোনো কারণ ছাড়াই মারুফ তার স্ত্রীকে এক তরফা তালাক দেয়। এদিকে গত ২৬ নভেম্বর শনিবার ওই গৃহবধুর পিতা তালাকের কারণ জানতে গোকুল গ্রামে মারুফের বাড়িতে যায়।

এ সময় মারুফের পরিবারের লোকজন তাদের অকথ্য ভাষায় গালাগালি করে বাড়ি থেকে বের দেন। মারুফ ময়মনসিংহ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ৪ থেকে ৫ মাস পর পর সে ছুটিতে বাড়ি আসেন। অভিযোগে বলা হয় মারুফের পিতা আলাল উদ্দিন তার পুত্রবধুকে কুপ্রস্তাব দেন, এতে সাড়া না দিলে আলাল পুত্রবধুকে বলেন, তোমার ভাত এই বাড়িতে হবে না, রাজি থাকলে ভাত হবে।

এবিষয়ে জানতে চাইলে আলাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সমাজে হেয়ওপ্রতিপন্ন করতে তাদের বিরুদ্ধে এমন মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছে।

বিজ্ঞাপন

এবিষয়ে জানতে চাইলে গৃহবধুর পিতা বলেন, তিনি গরিব মানুষ, জামাইয়ের আবদার পুরুণ করতে বিভিন্ন সমিতি থেকে প্রায় ৪ লাখ টাকা ঋণ নিয়ে মোটরসাইকেল ও ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র দিয়েছেন।

কিন্ত্ত শশুর আলালের প্রলোভনে তার মেয়েকে অন্যায়ভাবে একতরফা তালাক দেয়া হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার চান।এবিষয়ে তানোর পৌর মেয়র ইমরুল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে দুপক্ষকে নিয়ে বসা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন