লালমনিরহাটে অলিতে-গলিতে অবৈধ ক্লিনিক, আকাশ ক্লিনিকেই এক মাসে দুইজনের মৃত্যু!

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লালমনিরহাটের অলিতে-গলিতে চিকিৎসা সেবার নামে অবৈধ ভাবে গজিয়ে উঠেছে অসংখ্য অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যার অধিকাংশ নেই বৈধ কাগজপত্র। ডাক্তারদের সাথে যোগসাজশে ক্লিনিক মালিকগন চিকিৎসা সেবাকে ইতিমতো ব্যবসা পরিনিত করেছেন। ফলে এক মাসের ব্যবধানে আকাশ ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নারী ও এক নবজাতকের মৃত্যুর হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নামে অনেকটা চোর-পুলিশ খেলা হচ্ছে।

জানা গেছে, জেলা শহরের অলিতে-গলিতে গজিয়ে উঠা বেশির ভাগ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক স্থানীয় রাজনৈতিক নেতা এবং সরকারি হাসপাতালের ডাক্তারসহ কর্মকর্তা-কর্মচারী। তারা কোনো কিছুরই তোয়াক্কা করেন না। এসব অবৈধ ক্লিনিকে প্রায়ই ভুল চিকিৎসার ঘটনা ঘটছে। সিজার দরকার নেই। তবু সিজার। সিজারের নামে নবজাতককে টেনেহিঁচরে বের করা হচ্ছে। সিজার করতে গিয়ে বিভিন্ন অঙ্গহানি সহ প্রাণহানির ঘটনাও ঘটছে এসব ক্লিনিকে। ওইসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টাকা বেশি নিলেও সেবার মান খুবই নিম্নমানের। অনেক ক্লিনিকে বসেন ভুয়া ডাক্তার। কারও কারও নেই বিশেষজ্ঞ ডাক্তার। ফলে ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসায় অনেকের মৃত্যু হচ্ছে।

সাপটানা এলাকাবাসী জানান, সম্প্রতি সময়ের (১২ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে লালমনিরহাটের সদর হাসপাতাল রোডস্থ সাপটানা এলাকার আকাশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে হঠাৎ কান্না রোল শুনা যায়। ক্লিনিক গিয়ে শুনা যায়, সুমতি রানী নামক এক নববধূ সিজারের অপারেশন টেবিলে মৃত্যু হয়েছে। তাই তার পরিবারের লোকজন কান্না রোল পড়ে। সুমতি রানী’র মৃত্যুকে ধাপাচাপা দিতে তার পরিবারের সাথে রাতেই রফাদফা করে ফেলেন ক্লিনিক কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসেও ভুল সিজারের কারণে আকাশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মৃত্যুও বিষয়টিও রাতারাতি অর্থের বিনিময়ে ধামাচাপা দিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ বিষয়ে আকাশ ক্লিনিকের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি অনাঙ্খিত। আমার পরিচিত হওয়ায় রাতেই মৃত্যু ব্যক্তির পরিবারের সঙ্গে মিমাংসা করেছি। তাদের কোন অভিযোগ নেই।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, আকাশ ক্লিনিকে পরপর দুইটি মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা খুব শীঘ্রই আবারো জেলার সমস্ত অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন পর্ষদ গঠন ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত