রায়পুরায় ভাঙা ব্রিজে জনদূর্ভোগ চরমে

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নরসিংদীর রায়পুরা রায়পুরা মরজাল আঞ্চলিক সড়কে মরজাল ইউনিয়নের চরমরজাল এলাকায় খালের উপর পুরোনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের নিমিত্তে প্রায় ৭ মাস ধরে ব্রিজের কাজ ধরায় হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন এ সড়কে চলাচল কারি হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সড়কে যানবাহনে চলাচলকারী এলাকার সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা।

স্থানীয়রা বলছেন, ঠিকাদার এবং সংসৃষ্ট কর্তৃপক্ষের অবহেলায় ব্রিজ নির্মাণে একবছর অতিবাহিত হলেও এখনো কাজ শুরু করেনি কেন ?

উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২২ সালে ২৩ জুন ব্রিজ নির্মাণে মঈনুল ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পান। ১৫ মিটার দৈর্ঘ্যে আরসিসি গার্ডার এই ব্রিজটি নির্মাণ ব্যয় ধরা হয় এক কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকা। মেয়াদ ২০২৩ সাল।

বিজ্ঞাপন

সরেজমিনে রোববার দুপুরে গিয়ে দেখা যায়, ভাঙা ব্রিজে বড় বড় গর্ত কাজের চিটে পুটু কিছুই নেই। ডাই ভার্সন সড়কে যাত্রী মালামাল নামিয়ে অতিকষ্ট করে চালকরা যান চালাচ্ছে। স্থানীয়রা বলছে বেহাল সড়কে এখানে প্রায়ই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।

স্থানীয়রা বাসিন্দারা জানান, ওই খালের ওপর আগে একটি ছোট ব্রিজ ছিল। নতুন ব্রিজ নির্মাণের জন্য গত ৭ মাস আগে পুরোনো ব্রিজ ভেঙে সেখানে আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজের দায়িত্ব পান মঈনুল ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজি অটোরিকশা মোটরবাই সবজি বাহী গাড়ি ছোট বড় অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। গত সপ্তাহে ওই সড়কের দূর্ঘটনায় একজন নিহত হন। প্রায়ই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। দ্রুত ব্রিজ নির্মাণকাজের কথা থাকলেও দীর্ঘদিন ধরে কি কারনে কাজ থমকে আছে তা কারও জানা নেই ? দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ করে দূর্ভোগ লাগুক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় স্কুলশিক্ষার্থীরা জানায়, এ পথ দিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় তাতে ভোগান্তি চরমে। দ্রুত ব্রিজ চাই।’
মরজাল ইউপি চেয়ারম্যান মো আতাউর রহমান বলেন, ‘ঠিকাদার এবং সংসৃষ্ট কর্তৃপক্ষের অবহেলায় ব্রিজ নির্মাণ কাজ কি কারনে বিলম্বিত হচ্ছে তা জানিনা। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভাঙা ব্রিজে চরম দূর্ভোগ পোহাচ্ছে। বার বার উপজেলা ইন্জিনিয়ারকে বলার পরও কাজ হচ্ছে না। দ্রুত ব্রিজ নির্মাণ করে জনদূর্ভোগ লাগুকে কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি।’

বিজ্ঞাপন

ঠিকাদারী প্রতিষ্ঠান মঈনুল ট্রেডার্সের অংশীদার মামুন বলেন, তিনবার সয়েল টেস্ট পরিবর্তন হয়েছে। আগে ছিল ৭০ ফিট এখন ১শ ফিট গভীরতা কথা জানিয়েছেন। শ্রমিক থাকার জন্য ওইখানে ছোট একটা ঘর নির্মাণ করা হয়েছিল এটাসহ অনেক মালামাল চুরি যায়। এমনিতে নির্মাণ সামগ্রীর দাম দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। মালামাল যদি চুরি যায় কি করে কাজ করবো। আশা করছি দ্রুত কাজ বুঝে পাবো। দ্রুতই কাজটা শুরু করা যাবে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, এ নিয়ে তিনবার সয়েলটেস্ট করা হয়েছে। সয়েল টেস্টে সমস্যার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। আশা করি ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শুরু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের উপকারিতা ও গুনাগুণ সম্পর্কে কৃষকদের অবহিতকরণ দ্বিতীয় ধাপে আরও কমল ভোটের হার, এবার রাজনীতিকে দুষলেন সিইসি ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা কাউখালীতে রাত পোহালেই উপজেলা পরিষদ নির্বাচন রাত পোহালেই শেরপুরের দুই উপজেলায় ভোট মতলব উত্তরে সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর আটক ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে এখন ইউরোপে লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার ভোলায় ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ আগামীকাল ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু