যশোরে ১৩ ভরি সোনা ও রূপার গয়নাসহ ৬ গৃহ চোর গ্রেফতার

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যশোর গোয়েন্দা পুলিশের বিশেষ টীম অভিযান পরিচালনা করে ২ নারীসহ ৬ গৃহ চোরকে ১৩ ভরি সোনা ও রূপার তৈরি অলংকারসহ আটক করে।

গতকাল রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে এই চোর চক্রকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো-যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মজিবর সরদার ছেলে মানিক সরদার (২১), শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা মিয়ার ছেলে আজিম ইসলাম আকাশ(২২), শংকরপুর জমাদ্দার পাড়ার মোঃ হাবিবুর রহমানের মেয়ে মোছাঃ হীরা (৩৫), শংকরপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ শাহজাহানের ছেলে মোঃ স্বাধীন ইসলাম (২২), শংকরপুর জোমাদ্দারপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে মোছাঃ শাহানারা বেগম (৬০) এবং শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে মাসুদুর রহমান বকুল (৫২)।

পুলিশ আজ প্রেস ব্রিফিং- এ জানায়-গত ২৪/০৭/২০২২ তারিখ দিবাগত রাতে কোতয়ালী মডেল থানাধীন আরবপুর পাওয়ার হাউজ পাড়া মসজিদ গলি ফাহাদ ম্যানশন বাড়ী নং-৭৩৩ তিন তলা বিশিষ্ট বিল্ডিং বাড়ীর দোতলার পশ্চিম পাশের ইউনিটের বসবাসকারী ফাতিমা খাতুনের বসতঘরের ভেন্টি লেটার, দক্ষিন পার্শের জানালার গ্রীল ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোররা ঘরের মধ্যে বসত কক্ষে প্রবেশ করে স্টীলের আলমারী ভেঙ্গে আলমারীতে রক্ষিত ফাতিমা খাতুন ও তার তিন মেয়ের অনুমান ১৬ ভরি সোনার গহনা যার মূল্য অনুমান ১১,২০,০০০/- টাকা এবং নগদ ৬০,০০০/- টাকা, একটি ডিজিটাল ক্যামেরা, মুল্য-১৪,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। যে সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৯২(৭)২০২২, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

বিজ্ঞাপন

মামলাটি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ডিবিতে তদন্তের জন্য দিলে ডিবির ওসি রুপন কুমার সরকার, কনস্টেবল মেজবাহ থান্ডার ও ইয়াসিনের বুদ্ধিমত্তায় ডিবি’র এলআইসি টিম গতকাল ১১/১০/২০২২ তারিখ বিকাল থেকে রাত পর্যন্ত কোতয়ালী থানাধীন শংকরপুরস্থ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ২ নারী সদস্যসহ ৬ জনকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে মোট ৫ ভরি ৭ আনা স্বর্ণালংকার ও ৫ ভরি ১১ আনা রুপার অলংকার ( চোরাই উদ্ধার) জব্দ করেন।

এ সংক্রান্ত বিষয়ে ওসি ( ডিবি) রুপন কুমার সরকার বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, শংকরপুর ও বেজপাড়ার কুখ্যাত গৃহ চোর মানিক, বাপ্পি, শিপন ও শান্ত পরস্পর যোগসাজসে যশোর শহর ও শহরতলীর বিভিন্ন গৃহে কৌশলে প্রবেশ করে স্বর্ণালংকার ও মুল্যবান সম্পদ চুরি করে।

তারই ধারাবাহিকতায় গত ২৫/০৭/২০২২ তারিখ গভীর রাতে যশোর আবরপুরস্থ পাওয়ার হাউজ পাড়া মসজিদ গলি ফাহাদ ম্যানশন বাড়ী নং-৭৩৩ তিন তলা বিশিষ্ট বিল্ডিং বাড়ীর দোতলার পশ্চিম পাশের ইউনিটের বসবাসকারী ফাতিমা খাতুনের বসতঘরের ভেন্টি লেটার ও দক্ষিণ পাশের জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১৬ ভরি স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি করে তাদের সহযোগীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও জুয়েলারী দোকানে বিক্রি ও বন্ধক রাখে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন