মোংলা বন্দর মাঝিমাল্লা সংঘের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক নান্নু

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘ রেজিঃ নং- ১১৬০ এর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে। এবারের নির্বাচনে পৃথক দুই প্যানেল থেকে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। শেখ আঃ হাই সড়ক সংলগ্ন মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা কার্যালয় মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করেন। ত্রি-বার্ষিক এ নির্বাচনে মোঃ দেলোয়ার হোসেন সভাপতি ও রেজাউল করিম নান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দেলোয়ার- শাহিন প্যানেল থেকে মোঃ দেলোয়ার হোসেন (কলস) প্রতীক নিয়ে ৩৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী আঃ রব ব্যাপারী (ছাতা) প্রতীকে পেয়েছেন ৩১৫ ভোট।

বিজ্ঞাপন

আঃ রব- নান্নু প্যানেল থেকে মো. রেজাউল করিম নান্নু (বাঘ) প্রতীক নিয়ে ৩৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদন্ধী মো. শাহিন মোল্লা (ঘড়ি) প্রতীক পেয়েছেন ২৭৭ ভোট।

এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি আঃ স্বপন শিকদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার , সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আশ্রাব আলী , কোষাধ্যক্ষ মোঃ মোখলেছ গাজী ও সদস্য মো. খলিলুর রহমান, আউয়াল মৃধা, মোঃ ইব্রাহীম ও নির্মল শাহ নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচনে ১১টি পদের অনুকুলে ২৪ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছিলেন। অনুষ্ঠিত এ নির্বাচনে ৭৭৯ জন ভোটারের মধ্যে মোংলার ১টি কেন্দ্রে ৬৮৯ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৯০ জন সদস্য কেন্দ্রে এসে তাদের ভোট প্রদান করতে পারেন নি।

বিজ্ঞাপন

বৃহৎ এ সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন- মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম। এছাড়া আরও দায়িত্বে ছিলেন- মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম।

নির্বাচন সুষ্ঠ ও নিরেপক্ষতা বজায় রাখতে পুলিশ সদস্যরা সকাল থেকেই নির্বাচনীয় কেন্দ্র ও এর আশপাশ এলাকাগুলোতে শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে টহল জোরদার রেখে সতর্ক অবস্থায় নিয়োজিত ছিলো।

মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ সালাম জানান, মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচন অত্যান্ত সুন্দর অবাধ নিরেপক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রার্থীর কাছ থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি এবং এ নির্বাচনে কাউকেই অনিয়ম করার সুযোগ দেয়া হয়নি বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ!