মেহেরপুর আমঝুপি বিএডিসি ফার্মে সূর্যমুখী ফুল দেখতে দর্শনার্থীদের ভিড়

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসি ফার্মে সূর্যমুখী ফুলের হাসি দেখতে দর্শনার্থীদের ভিড়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর উদ্যোগে বারি সূর্যমূখী-৩ জাতের এবার ৪ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। সূর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ। সূর্যমুখী গাছ ৩ মিঠার (৯.৮ ফুট) হয়ে থাকে। ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত হয়। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মত এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর এরূপ নামকরণ।

জমির অধিকাংশতেই গাছে ফুল ধরেছে। আবহাওয়া অনুকূলে থাকলে শতভাগ জমিতেই ভালো বীজ পাওয়ার আশা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সূর্যমুখীর বাগানগুলো এখন প্রকৃতপ্রেমীদের উপভোগের বিষয় হয়ে উঠেছে। দলে দলে তারা ছুটে চলছেন এসব বাগানে। ছবি তুলে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পড়ন্ত বিকেলে সূর্যমুখীর বাগানগুলো প্রকৃতিপ্রেমীদের ভিড় থাকে বেশি।

সংশ্লিষ্টরা জানান, সূর্যমুখীর চাষের ৯০-১০৫ দিনের মধ্যেই কৃষকরা ফুল থেকে বীজ ঘরে তুলতে পারেন। প্রতি বিঘা জমিতে ৭-৮ মণ বীজ পাওয়া যাবে। এ চাষে বিঘা প্রতি কৃষকরা ২০-২৫ হাজার টাকার বীজ বিক্রি করতে পারেন। সূর্যমুখীর বীজ থেকে যে সয়াবিন তেল পাওয়া যাবে তাতে কোনও ক্ষতিকর কোলেস্টেরল নেই। হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। এছাড়া এতে ভিটামিন এ, ডি ও ই রয়েছে

বিজ্ঞাপন

মেহেরপুর শহরের বাসিন্দা বিপ্লব হোসেন বলেন, সূর্যমুখী ফুলের কথা শুনে পরিবার নিয়ে দেখতে এসেছি। মাঠ ভরা সূর্যমুখী ফুল দেখে চোখ জুড়িয়ে যায় তাদের। সাদিয়া ইসলাম জানান, হলুদ আর সবুজে মেতে উঠেছে মেহেরপুরের আমঝুপি বিএডিসি মাঠ। হলুদ আর সবুজের সমারোহে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসি’র উপপরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, প্রতি বছর বাংলাদেশে যে তেলের ঘাটতি থাকে তা পূরণে বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। আমদানি করতে যেয়ে ২৮-৩০ হাজার কোটি টাকা বিদেশে চলে যায়। যার জন্য সরকার এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গত বছর আমাদের সাড়ে ৫ একর জমিতে সূর্যমুখী চাষ হয়েছিল। শিলা বৃষ্টির কারণে ফলন কম হয়েছিল, প্রতি বিঘা থেকে প্রায় ৮০ কেজি করে বীজ পেয়েছিলাম।

এবছর আমরা ৪ একর জমিতে আইব্রিড সহ বারি-৩ জাতের সূর্যমুখী চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বিঘা প্রতি প্রায় ১৫০ কেজি করে ফলন পাব বলে আশা করছি। সূর্যমুখীতে ৪০-৪৫% নিউরোনিক এ্যাসিড যেটা আমাদের শরীরের জন্য উপকারী ভাল কোলেস্টেরল আছে। এ তেলের দাম ও বেশি। সরিষার তেল যেখানে ২৫০ টাকা কেজি সেখানে সূর্যমুখী তেলের দাম কেজিতে ৪০০ টাকা।

বিজ্ঞাপন

দেড় একর জমিতে বিদেশ থেকে স্যাপুল এনে গবেশনা করা হচ্ছে এর মধ্যে হাইব্রিড জাতের রয়েছে ১২টি। গবেশনায় যেটি ভাল হবে সেটি প্রোডাকশনে যাবে। চাষিরা ৮০ ভাগ জমিতে ধান চাষ করে তেমন লাভবান হয় না। তাই সূর্যমুখী চাষ একটা ব্যাপক সম্ভাবনাময় ফসল বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে এখন ইউরোপে লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার ভোলায় ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ আগামীকাল ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য