মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, কন্যা ও স্বামী আহত

Protiki-4- Road Accident
প্রতীকী ছবি

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেহেরপুরের গাংনীতে করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা ইসলাম (৫০) বালিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত শামীমার মেয়ে প্রাপ্তি ও স্বামী ফিরোজুল ইসলাম গুরতর আহত হয়েছে।

সোমবার সকাল নয়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজের অদূরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সহকারী শিক্ষিকা শামীমা তার মেয়ে প্রাপ্তি ও স্বামী ফিরোজুল ইসলাম একই মোটরসাইকেলে নিজ গ্রাম করমদী থেকে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। তারা পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজ পার হতেই পিছন দিক থেকে একটি বালিবাহী ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ফিরোজুল ইসলামের স্ত্রী শামীমা ও তার মেয়ে প্রাপ্তি পড়ে যান।

তার স্ত্রী শামীমা ট্রাকের নিচে পড়ে যাওয়ায় ট্রাকের চাকায় মাথা থেতলিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরতর ভাবে আহত হয় তার মেয়ে প্রাপ্তি ও স্বামী ফিরোজুল ইসলাম। খবর পেয়ে গাংনী থানা পুলিশ শামীমার লাশ উদ্ধার করে। এবং তার স্বামী ফিরোজুল ও মেয়ে প্রাপ্তিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে দূর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, এক কন্যা সন্তানের জননী ছিলেন শামীমা ও গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদী গ্রামের ফিরোজুল ইসলামের স্ত্রী শামীমা ইসলাম জাতীয় শিক্ষাক্রমের আওতায় গাংনীতে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। ওই প্রশিক্ষণে অংশ নিতে শামীমা তার স্বামীর মোটরসাইকেলে আসতেই এ দুর্ঘটনার শিকার হন। তার স্বামী ফিরোজুল ইসলাম করমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ইদানিং স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের কারণে শিক্ষকরা মানসিক চাপে পড়ছেন। যার কারণে স্ট্রোক ও সড়ক দুর্ঘটনায় নিহতের মতো ঘটনা ঘটছে বলেও নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান। এ ঘটনায় ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন