মেহেরপুরে গমের বাম্পার ফলন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কৃষিনির্ভর জেলা মেহেরপুরে এখানে ব্যাপকভাবে গম চাষ হয়ে আসছিল। উচ্চ ফলনশীল গম চাষে বেশ সাফল্য এসেছিল কৃষকদের। কিন্তু হঠাৎ অজানা এক রোগে আক্রান্ত হতে শুরু করে গম ক্ষেতগুলো। ফলস্বরূপ ফলন বিপর্যয়ে লোকসানের মুখে পড়েন জেলার গম চাষীরা। ২০১৬ সালে মেহেরপুরের গম ক্ষেতে হুট করে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা জাই।। তারপর থেকে কৃষকদের গম চাষে নিরুৎসাহিত করে কৃষি বিভাগ।

বেশ কয়েকবছর ধরে মেহেরপুরে কমতে থাকে গম চাষ। বিক্ষিপ্তভাবে কৃষকেরা সামান্য কিছু জমিতে গম চাষ করলে হুট ব্লাস্ট রোগের আক্রমণ চরমে দেখা যায় ক্ষেতগুলোতে। চাষিরা প্রতিনিয়ত গম চাষ করে লোকশানের পড়তে থাকে। যারফলে আগ্রহ হারিয়ে বেশ কয়েক মৌসুমে গম চাষ বন্ধ রেখেছিল জেলার অসংখ্য কৃষক। সম্প্রতি সময়ে কৃষি বিভাগের পরামর্শে চলতি মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী জাত বারি-৩৩, বারি ৩২- এগুলো চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। মেহেরপুরে এই বছরে হইনি ব্লাস্ট রোগ।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মেহেরপুরে ১৩ হাজার হেক্টরের বেশি জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে লক্ষ‍্যমাত্রা ছাড়িয়ে ১৫ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। যত বেশি গম উৎপাদন হবে; ততই বেশি আমদানি নির্ভরতা কমবে এমনটাই মনে করছে কৃষি বিভাগ।

বিজ্ঞাপন

সদর উপজেলার আমজুপি গ্রামের গম চাষী শিলন ইসলাম বলেন, চলতি মৌসুমে এখন পযর্ন্ত গম চাষ করে ফলন বিপর্যয়ের মুখে পড়তে হয়নি; তাই খরচের বিপরীতে অধিক লাভবান হওয়ার আশাবাদী আমরা।
আমরা আশা করছি এবার ১৬ থেকে ১৮ মণ করে ফলন হবে।

উপজেলার হরিরামপুর গ্রামের গম চাষী মিনারুল বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার গমের চেহারা ভালো রয়েছে। রোগবালাই তেমন একটা লাগেনি; অধিক ফলন হবে ধারণা করছি। অন্য বছরের থেকে এবার আমরা লাভবান হব।

বতর্মানে জেলার বিস্তৃর্ণ মাঠ জুড়ে রয়েছে সোনালী রঙের পাকা ও সবুজের মাঝে হলদে বর্ণের গম ক্ষেত। আবার অনেক চাষি আগাম গম চাষ করাই মাঠ থেকে ফসল ঘরে তুলতে শুরু করেছেন। আবার অধিকাংশ গম চাষি অপেক্ষায় রয়েছেন আরও কিছুদিনের।

বিজ্ঞাপন

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার জানান,২০১৬ সাল থেকে জেলায় হুইট ব্লাস্ট শুরু হলে গম চাষ প্রায় বন্ধ হয়েছিল। চলতি মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী জাতের গম চাষ করার জন্য পরামর্শ কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক চাষিরা ব্লাস্ট প্রতিরোধী গমের চাষ করে ভালো ফলন পাচ্ছে। ইতোমধ্যে লক্ষ‍্যমাত্রা ছাড়িয়ে ১৫ হাজার হেক্টর আবাদ করা হইয়েছে। এবার আমরা আশা করছি গমের ব্যাপক ফলন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট