ভুটানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। গোল করেছেন নাজিম উদ্দিন ও হিমেল।

প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সে ম্যাচে দুটি গোলই এসেছিল আত্মঘাতী থেকে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে বাংলাদেশ, দুই ম্যাচ জেতায় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে ‘ই’ গ্রুপের রানার্সআপ হওয়া। সমান ছয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ইয়েমেন। গ্রুপের শেষ ম্যাচে ৯ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও ইয়েমেন। ওই ম্যাচের জয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ সেরা হতে পারলেই মিলবে মূল পর্বের টিকিট। প্রথম দুই ম্যাচে ১৪ গোল দেওয়া ইয়েমেনের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে বাংলাদেশের। তবুও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আশা জিইয়ে থাকল পল স্মলির দলের।

সিঙ্গাপুর ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন এনে ভুটান ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ পল স্মলি। ছিলেন না মিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, স্বপন হোসেন ও মুর্শেদ আলীর। শুরুর একাদশে জায়গা করে নেন আসাদুল মোল্লা, মিঠু চৌধুরী, স্যামুয়েল রাকসাম ও মোলতাজিম আলম হিমেল।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে ইয়েমেনের কাছে ৮ গোল খাওয়া ভুটান অষ্টম মিনিটে প্রতিআক্রমণে ওঠে। অল্পের জন্য গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। বক্স ছেড়ে বেশ খানিকটা উপরে উঠে আসে গোলকিপার সোহানুর রহমান। তাই সময় নষ্ট না করে আগেভাগেই শট নেন ভুটান ফরোয়ার্ড কামাল উরাওন। কিন্তু তার শট গড়িয়ে গড়িয়ে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। দুই মিনিট বাদেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে আসাদুলের মাপা ক্রসে হেডে লক্ষ্যভেদ করে নাজিম উদ্দিন। এগিয়ে যাওয়ার পরেই অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। সেই সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ভুটান। অবশ্য পারেনি সমতায় ফিরতে।

৫৯তম মিনিট সমতায় ফেরার সুযোগ আসে ভুটানের সামনে কিন্তু পোস্ট ছেড়ে বাইরে বের হয়ে কামাল উরাওনের শট আটকে দেন গোলকিপার সোহানুর রহমান। বাংলাদেশের রক্ষণে ভুটানের এই কামাল ভীতি ছড়ালেও পারেনি লক্ষ্যভেদ করতে। এক গোলে এগিয়ে থাকা বাংলাদেশ ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে। আক্রমণে মনোযোগী হয়ে অবশেষে ৭৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায়। ইমরান খানের ফ্রিকিকে হেডে গোল করেন মোলতাজিম আলম হিমেল। তবে বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে