বাঙলা কলেজে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড উদ্বোধন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রথম বারের মতো এবার সরকারি বাঙলা কলেজে দুইদিন ব্যাপী স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ ) সকালে সাড়ে ১০ টায় কলেজ অডিটোরিয়াম মঞ্চে এ মেলার উদ্বোধন ঘোষনা করেন সরকারি বাঙলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।

স্বাধীনতা মাসে ২১ ও ২২ তারিখ দুইদিন ধরে মেলা চলবে কলেজ প্রাঙ্গনে এই বিজ্ঞান উৎসব। বিজ্ঞান ভিত্তিক এ মেলায় একধিক স্টল বসেছে। যার মধ্যে কলেজের গণিত, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের স্টল বসায় কলেজ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রজেক্ট উপস্থাপনার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও প্রথম দিনে আয়োজন করেছে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন ও পোস্টার প্রেজেন্টেশন, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, কুইজ স্মার্ট বাংলাদেশ এবং দ্বিতীয় দিন অর্থাৎ সমাপনী দিনে মেলায় আয়োজন করবে  রসায়ন অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন ও পোস্টার প্রেজেন্টেশন, মহাকাশ পর্যবেক্ষণ ও স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করবে।

বিজ্ঞান মেলায় ঘুরতে আসা বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুম শাহ বলেন, কলেজে প্রথম বারের মতো এবার স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। সহপাঠী ও ছোট ভাই নিয়ে মেলায় ঘুরছি। যা সত্যিই আমাদের ভালো লাগছে। প্রতিবছর এমন আয়োজন করা হবে এ প্রত্যাশা রাখছি।

বিজ্ঞাপন

কলেজের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, কলেজে প্রথম বারের মতো মেলায় এসে খুব খুশি হয়েছি। অনেক নতুন নতুন প্রযুক্তির ব্যবহার দেখতে পেরে খুবই ভালো লাগছে।

উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান জানান, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে কলেজে বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাবসহ বেশ কয়েকটি সহ-শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আশা রাখছি নিশ্চয় ছাত্রছাত্রীদের কৌতূহল উদ্দীপক মনকে জাগাতে প্রতিবছর এমন মেলার আয়োজন করবে।

স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো: জাহাঙ্গীর হোসেন, সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী, স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার উপদেষ্টা প্রফেসর সাজেদা বেগম এবং স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার আহবায়ক মোহাম্মদ শরীফুল আরেফীন।

 

স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিল সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ এবং সার্বিক সহযোগীয় ছিল সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব।

 

আর টাইমস/এস এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ! বকশীগঞ্জে ২৪ কেজি গাজাঁ উদ্ধার, আটক ৩ শুল্ক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ, মাসে আয় ২ কোটি টাকা কুমিল্লায় আওয়ামী লীগ নেতার ভাগিনা গ্রেফতার ৫ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা