বরগুনায় টিআইবি’র প্যাকটা প্রকল্পের অবহিতকরণ সভা

বরগুনায় টিআইবি'র প্যাকটা প্রকল্পের অবহিতকরণ সভা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বরগুনা সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে গতকাল বিকাল ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পৌরসভা মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র ৫ বছর মেয়াদী পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা সনাক সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস ,সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস।

সনাক সহ-সভাপতি মনির হোসেন কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সহ-সভাপতি ডেন্টিস মনিজা, প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, ডা. ধীরেন্দ্রনাথ সরদার, প্রেসক্লাব সদস্য সাংবাদিক জাকির হোসেন মিরাজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হাওলাদার প্রমূখ।

বিজ্ঞাপন

প্যাকটা প্রকল্পটি বাংলাদেশ সরকারের বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)’র সাথে সংগতিপূর্ন। শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ এবং নির্মাণ খাতসমূহ এ প্রকল্প কাজের আওতাভুক্ত হবে।
টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের খুলনা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো: ফিরোজ উদ্দিন তার উপস্থাপনায় প্যাকটা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, আওতাভুক্ত খাতসমূহ, প্রকল্পের অংশীজন, বাজেট ও বাস্তবায়ন পদ্ধতি সর্ম্পকে বিস্তারিত আলোচনায় এমন তথ্য উঠে আসে।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শুভ্রা দাস বলেন- দুর্নীতি সমাজের সকল স্তরকে ক্ষতিগ্রস্ত করে, তাই সকলে মিলেই এটিকে প্রতিহত করতে হবে। আমাদের স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে পরিবার থেকেই দুর্নীতিবিরোধী চর্চা চালিয়ে যেতে হবে এবং সকলকে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদেরকে ভাল মানুষ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে হবে। স্বাগত জানাই টিআইবি’র প্যাকটা প্রকল্পকে।

সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান বলেন- সকল স্তরে স্বচ্ছ, কার্যকর ও দায়বদ্ধ প্রতিষ্ঠানের বিকাশ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

প্রকল্প অবহিতকরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সদস্যবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধি, সনাক এর ইয়েস সদস্যবৃন্দ, টিআইবি’র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সুধীজন।

উল্লেখ্য এসডিজি অর্জনে র্দূনীতি হ্রাস ,তথ্য অধিকার আইন-২০০৯ এর খসড়া প্রণয়ন , তথ্য সুরক্ষা আইন-২০১১ , ও জাতীয় শুদ্ধাচার -২০১২ বৃদ্ধির লক্ষ্যে কাজ করা সহ নানাবিধ অর্জন রয়েছে টিআইবি,র ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন পর্ষদ গঠন ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত