বদলে গেছে সাগরকন্যা কুয়াকাটার চিত্র, রেকর্ট সংখক পর্যটকের আগমন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সারি সারি যানবাহন আর উচ্ছ্বসিত পর্যটকের ভিড়। সৈকতে যে তিল ধারনের ঠাই নেই। বদলে গেছে সূর্যদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটার চিত্র।

পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে আমুল পরিবর্তন হয়েছে। ইতোমধ্যে গড়ে উঠেছে পাঁচ তারকামানের আবাসিক হোটেল মোটেল ও রিসোর্ট। ছোট বড় মিলিয়ে কুয়াকাটায় প্রায় দুই শতাধিক আবাসিক হোটেল মোটেল রয়েছে। এছাড়া রয়েছে উন্নতমানের খাবার হোটেল ও রেস্তোরা। দেশের গন্ডি পেরিয়ে এখন কুয়াকাটা পর্যটন নগরী বিদেশী পর্যটকদের কাছেও ব্যাপক পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। কোন উপলক্ষ ছাড়া সহস্রাধিক বাস ও মাইক্রোবাস গাড়িতে পর্যটকের আগমন ঘটেছে। শুক্রবার জিরো পয়েন্ট থেকে মৎস্য বন্দর মহিপুর পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার এলাকজুড়ে সড়কের পাশে রাখা হয়েছে পর্যটকবাহী এসব গাড়ি। হোটেল মোটেল গুলোও রয়েছে বুকিং। বিগত বছরের তুলনায় শীতের শেষের দিকে শুক্রবার ছুটির দিনে রেকর্ট সংখক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানায়, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নেচে গেয়ে বেড়াচ্ছেন। আনন্দ উন্মাদনায় মেতেছেন প্রিয়জনের সঙ্গে। সৈকতের জিরো পয়েন্টে,কাউয়ারচর, চর গঙ্গামতি, ঝাউবাগান, শুঁটকি পল্লী, লেম্বুর বন, বৌদ্ধ বিহার, ও রাখাইন মার্কেটসহ সকল পর্যটন স্পটে এখন পর্যটকদের বাড়তি আনাগোনা রয়েছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

বিজ্ঞাপন

পর্যটন মো.আনিচুর রহমান জানান, পদ্মা সেতুর কারনে এখন পর্যটকদের আগমন বেড়েছে। মাত্র সাড়ে ৫ ঘান্টায় কুয়াকাটায় এসে পৌঁছেছি। বিভিন্ন পর্যটন স্পট ঘুরে পরিবারের সদস্যরা অনেক আনন্দ করেছে। অপর এক পর্যটক হাফিজুর রহমান বলেন, একসঙ্গে এতো বেশি মানুষ আর কখনো দেখিনি। বন্ধুরা সবাই মিলে সমুদ্রে সাঁতার কেটেছি। এ এক দারুণ উপলব্ধি। বেশ ভালো লাগছে। তবে নির্দিষ্ট কোনো বাসস্ট্যান্ড না থাকায় সড়কের পাশে রাখা গাড়িগুলোর করানে হাটা চলায় অনেকেরই বিঘ্ন হয়েছে।

কুয়াকাটা সী-ট্যুর এন্ড ট্রাবেলস’র ব্যবস্থাপক হোসাইন আমির বলেন, পায়রা সেতু চালু হওয়ার পর থেকেই সাপ্তাহিক ছুটি ছাড়া কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ থাকে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক মোতালেব শরিফ বলেন, আগের তুলনায় সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে। আমাদের সকল হোটেল মোটেল বুকিং রয়েছে।

বিজ্ঞাপন

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আগতদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের টহল রয়েছে। এছাড়া সাদা পোশাকের পুলিশসহ থানা পুলিশ ও নৌ-পুলিশ আমাদের সঙ্গে কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন