পটুয়াখালীতে লাঠিয়াল বাহিনী কর্তৃক ঘের দখলে নেয়ার অভিযোগ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পটুয়াখালীতে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনী কর্তৃক বসতবাড়িসহ মাছের ঘের দখল করে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট করে নেয়ার এক অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মোকাম গলাচিপার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার(৫৫), মোঃ শাহিন(৪০), মোঃ শাহদাত(৩৫), রেনু বেগম(৫০) সহ ১৪ জনকে চিহ্নিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘের মালিক মোঃ নজরুল ইসলাম। মামলা নং-৫৫৯/২২। বিজ্ঞ আদালত অভিযোগটি পিবিআই পটুয়াখালীকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঘটনাটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিন চরবিশ্বাস গ্রাম এলাকায়।

মামলার বিবরনে ও স্থানীয় সূত্রে জানাগেছে, অভিযোগকারী মোঃ নজরুল ইসলাম তার ও তার আত্মীয় স্বজন এবং একই এলাকার কালাম আকন, রাজ্জাক হাওলাদার, নিপুন মিয়া, সালমা বেগম ও জয়গুনি বেগমের বন্দোবস্তকৃত প্রায় ২০ একর জমি ও জলাশয়ে মাছের ঘের করে বিভিন্ন প্রকার মাছ চাষ করে প্রায় ১৪ বছর ভোগ দখল করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। এ অবস্থায় ১২ বছর আগে সেখানে আধা-পাকা ঘর তোলেন।

বিজ্ঞাপন

সেখানে মাছ চাষসহ ঘের দেখা -শোনার জন্য মোঃ ফিরোজ আহমেদসহ ৩ জন কাজের লোক বসবাস করে আসছিল। এ অবস্থায় উলেস্নখিত আসামীরা নজরুল ইসলামকে উক্ত জমি ও মাছের ঘের হতে উৎখাত করার জন্য দীর্ঘদিন ধরে নানা রকম ষড়যন্ত্র করে আসতে থাকে।

ঘটনারদিন চলতি মাসের ৪ জুলাই সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনীর প্রধান মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার ও রেনু বেগম এর নেতৃত্বে মোঃ শাহিন(৪০), মোঃ শাহদাত(৩৫), মন্নান মাতুব্বর, মাহবুব প্যাদা, ফারুক প্যাদা, রিপন প্যাদা, শিপন প্যাদা, জামাল প্যাদা, সুলতান হাওলাদার, আনোয়ার মৃধা, কাওসার মৃধা, শাকিল মৃধাসহ আরো ২০/১২ জন লাঠিয়াল ও সন্ত্রাসী দলবদ্ধ হয়ে দেশী তৈরী ধাড়াল অস্ত্র দা, রাম দা, চল, বলস্নব, ছেনা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মাছের ঘেরের জমিতে অনধিকার প্রবেশ করে জেনারেটরে আলো জালিয়ে জাল টানিয়ে ঘেরে চাষকৃত চিংড়িসহ বিভিন্ন জাতের মাছ ধরে লুট করে নেয়। এ সময় ঘেরের পাশে স্থাপিত ঘরে থাকা ঘেরের পাহারাদার (বেতনভুক্ত কর্মচারী) ঠাকুর তরফদার(৫০), জয়নাল প্যাদা৫০) ও সালাম গাজী(৪৮) কপ মারধর করে ফুলা জখম করে ঠাকুর তরফদারকে খুনের উদ্দেশ্যে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনা গলাচিপা থানা পুলিশকে অবহিত করলে থানার কর্মকীতা আদালতে মামলা করার পরামর্শ দেন বলে অভিযোগে উলেস্নখ করেন ক্ষিগ্রস্থ বাদী নজরুল ইসলাম।

পুলিশের পরামর্শে নজরুল ইসলাম উক্ত আদালতে উলিস্নখিত ১৪ জনকে আসামী করে উক্ত মামলা করেন। তদন্ত কীমকর্তা পিবিআই পটুয়াখালীর এসআই রনজিৎ জানান ১৩ জুলাই তিনি আদালতের কাগজ পেয়েছি। খুব শীঘ্রই তদন্তের জন্য ঘটনা স্থলে যাব।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ওই এলাকার মোঃ তোফাজ্জেল হোসেন জানান, নজরুল মিয়া ১৩/১৪ বছর ধরে ঘের করে মাছ চাষ করে আসতে দেখিছি। দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার ও তার বোন রেনু বেগম এবং ভাই শাহিন ও শাহাদাত গং ভাড়াটিয়া মস্তান দিয়ে রাতে ঘের দখল করে আছে। প্রশাসনের উচিত কাগজপত্র দেখে এর ফয়সালা করা।

এ ব্যাপারে রেনু বেগম বলেন, নজরুল মিয়া এলাকার গরীব মানুষের জমি দখল করে ভোগ করছিল। যাদের নামে জমি বন্দোবস্ত, তারাই দখল করেছে। আমার নামে ওখানে কোন জমি বন্দোবস্ত নাই, আমাকে আসামী করেছে কেন? এ ব্যাপারে চরবিশ্বাস ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন ফোনে বলা যাবে না। পটুয়াখালী আসতেছি সাক্ষাতে বলবো বলে ফোন কেটে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ!