নির্বাচনের পরেও উত্তপ্ত রংপুর নগরী, নির্বাচনী ট্রাইবুনাল গঠন ইসির

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে রংপুর সিটিতে। বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মোঃ আবদুল বাতেন এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করলেও তার এ মন্তব্য মানতে রাজি নন বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা। তাদের মতে, এ নির্বাচন নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে।

এ নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় রাখেনি। বদলে দেয়া হয়েছে ফলাফল। ইভিএম নয়, যারা ইভিএম নিয়ন্ত্রণ করে তারাই এসব কাজ করেছে। ভোটের পরেও উত্তপ্ত রংপুর নগরীর বিভিন্ন ওয়ার্ডে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলছে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ। কেউ কেউ পুনরায় ভোটের দাবিতে করছেন নির্বাচন অফিস ঘেরাও। তবে ইসি বলছে, সদ্য সমাপ্ত রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন নিয়ে অভিযোগ দায়েরে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অভিযোগ থাকলে, যে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে পারবেন।

রংপুর সদর সিনিয়র জজ আদালতের সিনিয়র সহাকারী জজকে নিয়ে ট্রাইব্যুনাল এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে অভিয়োগ দায়ের করতে হবে। ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১৮০ দিনের মধ্যে। সেখানে সুবিচার না পেয়ে থাকলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যাওয়া যাবে নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ৩০ দিনের মধ্যে। আপিল ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১২০ দিনের মধ্যে।

বিজ্ঞাপন

সচেতন নাগরিকরা বলছেন, নির্বাচন নিয়ে যদি কারো অভিযোগ থাকে তা গুরুত্বসহকারে দেখার দায়িত্ব ইসির।

এদিকে রসিকের ৩নং ওয়ার্ডের এক নারী ভোটার আরজু বেগম বলেন, আমি আমার শাশুড়ীকে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম। শাশুড়ী ইভিএম বোঝেনা তাই বুথের দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার আমার শাশুড়ীর আঙ্গুলের ছাপ গ্রহণ করে তার ভোট আমাকেই দিতে বলে। আমিও ভোট দেই। আমার শাশুড়ী আর আমার পছন্দতো এক নাও হতে পারে। তাহলে এভাবে কতজনকে সুযোগ দেয়া হয়েছে ভাবুন।

এ প্রতিবেদক নিজেই রসিকের ৩নং ওয়ার্ডে উত্তম বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ ভোট দিতে নিদিষ্ট বুথে প্রবেশ করলে, তিনি লক্ষ্য করেন এক ভোটার প্রায় ২০ থেকে ২৫ মিনিট চেষ্টা করে ইভিএমে নিজের ভোট প্রদান করেন।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন