নরসিংদীতে বেলাবতে সাধুর আশ্রমে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নরসিংদীর বেলাবতে সাধুর আশ্রমে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলার পরে আজ মঙ্গলবার সকালে প্রধান আসামী জাহাঙ্গীর শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে সোমবার দিবাগত রাতে বেলাব থানায় ভুক্তভোগী লালন সংগীত শিল্পী খোকন চিশতী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামের মজনু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৩৫), ফজলু শেখের ছেলে শাহীন শেখ (৩২) ও শেখ মোতালিবের ছেলে ফজলু শেখ (৫৮)। এছাড়াও অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামী করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি জানান, শিল্পীদের বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী শিল্পীদের সঙ্গে কথা বলে পুলিশ। পরে এই ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী শিল্পী খোকন চিশতী বাদী হয়ে মামলা করেন।

জাহাঙ্গীর, শাহীন ও ফজলু নামের তিনজনকে চিনতে পারায় মামলায় তাদের নামোল্লেখ করা হয়েছে। মামলার পর প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি সংলগ্ন স্থান থেকে প্রধান আসামী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার দুপুরে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ড্রাগন বাগানের এক কোনে গড়ে তোলা আশ্রমে সাধু সঙ্ চলাকালীন বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। গত সোমবার সকাল থেকে এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুর হয়।

বিজ্ঞাপন

মামলার বাদী খোকন চিশতী জানান, সুমন মিয়া নামের এক লালনভক্তের চল্লিশা আয়োজন উপলক্ষে সাধুসঙ্গ করতে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই আশ্রমে এসেছিলেন ১০–১২ জন লালন সংগীতশিল্পী। রোববার দুপুরে শিল্পীরা বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছিলেন। ওই সময় স্থানীয় এক যুবক মদ্যপ অবস্থায় সেখানে গিয়ে উৎপাত শুর করেন। পরে শিল্পীরা তাঁকে বাগানের বাইরে বের করে দেন। ওই যুবক এতে ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর তাঁর পরিবারের সদস্যদের নিয়ে হামলা চালিয়ে শিল্পীদের ব্যবহৃত অন্তত ২০টি বাদ্যযন্ত্র গুঁড়িয়ে দেন। গুঁড়িয়ে দেওয়া বাদ্যযন্ত্রগুলোর মধ্যে রয়েছে হারমোনিয়াম, তবলা, একতারা, ডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, গিটার ও বাঁশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে