নবীনদের পদচারণায় মুখরিত জবি

আগত নবীন শিক্ষার্থী

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। গুচ্ছ অধিভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। নানা আয়োজনে স্ব-স্ব বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বলতেই ভেসে উঠে হাজারো তারুণ্যের স্বপ্নময় মুখ। মূলত স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সব শিক্ষার্থী চায় সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে। এরমধ্যে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার ২০২১-২২ সেশনে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিয়ে নিজেদের কাঙ্ক্ষিত আসন দখল করে নিয়েছে তারা। তারই প্রেক্ষিতে জবিতে বিভিন্ন বিভাগে চলছে নবীনদের বরণ করে নেওয়ার পরিকল্পনা। নিজ নিজ বিভাগ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তাদের সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য।

প্রতিবছর নতুনদের আগমন মাতিয়ে তোলে ক্যাম্পাস। মূলত স্বপ্নবাজ শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে বেশি আনন্দময় মুহূর্ত হলো ক্যাম্পাস জীবন। প্রতিবছর নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে ক্যাম্পাসের সোনালি জীবনের পদযাত্রা শুরু করে।

বিজ্ঞাপন

চান্স পাওয়ার পর প্রত্যেকেই স্বপ্নের ক্যাম্পাস নিয়ে মনে মনে আঁকতে থাকে নানান স্বপ্ন, নানান পরিকল্পনা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজারও নীবন শিক্ষার্থীদের আনাগোনা। তাদের পদচারণায় মুখরিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর।

ক্যাম্পাসের এই প্রথমদিনে কথা হয় ইতিহাস বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসীনের সাথে। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় সবারই স্বপ্নের। এখানে অনেক পরিশ্রম করে, প্রতিযোগীতা করে চান্স পেয়ে আসতে হয়। যার কারণে ভালো লাগছে।

বিজ্ঞাপন

রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু সাদিক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথমদিনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। উচ্চ মাধ্যমিক গন্ডি পেরিয়ে স্নাতক ডিগ্রী প্রতিযোগীতামূলক পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। তো এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অতিক্রম করে দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আমি অনেক আনন্দিত।

নবীনদের চোখভরা স্বপ্ন এবং মনে অনেক আশার আলো লক্ষ করা যায়। নবীনদের অনেকের মুখে এই কথাটি বারংবার শোনা যাচ্ছে যে, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়ে তারা আনন্দিত। নবীন শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে। ক্যাম্পাসের সেই আড্ডাস্থলগুলোতে পুরাতনদের পাশাপাশি যোগ হয়েছে নতুন কিছু মুখ, যাদের মুখে দেখা যাচ্ছে সাফল্যের মিষ্টি হাসি। কেউ কেউ একসঙ্গে সেলফি তুলছে, কেউবা একসঙ্গে বসে খোশগল্প ও আড্ডায় মেতে উঠছে। নবীনরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিচিত্র ধরনের স্বপ্ন নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে এসেছে। এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ।
নবীনদের পদচারণায়, প্রাণচঞ্চল হয়ে উঠুক বিশ্ববিদ্যালয়ের আঙিনা। সকল স্বপ্নবাজদের জন্য রইলো শুভকামনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু