দে‌শের উন্নয়‌নে কাজ কর‌ছে সরকার :মোহাম্মদ আলী আশরাফ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্তমান সরকার দে‌শের উন্নয়ন নি‌য়ে কাজ কর‌ছে। গত এক যু‌গেরও বে‌শি সময় বাংলা‌দেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে।

এই সম‌য়ে বাংলা‌দেশ অনেক এ‌গি‌য়ে গে‌ছে। সড়ক যোগা‌যো‌গে অভূতপূর্ব সাফল‌্য এনেছে শেখ হা‌সিনার সরকার। যার ফ‌লে ঢাকা থে‌কে যে‌ কেউ এখন অনায়া‌সে মাত্র ক‌য়েক ঘন্টায় পটুয়াখালীসহ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আস‌তে পার‌ছে। ব‌রিশা‌লের ভাঙ্গা থে‌কে কুয়াকাটা পর্যন্ত ফোর‌লেন রাস্তার কাজ চল‌ছে। সে‌টি কম‌প্লিট হ‌লে পায়রা সমুদ্র বন্দর হ‌বে ঢাকার ব‌্যবসায়ী‌দের কা‌ছে অন‌্যরকম দৃষ্টান্ত। ইতিমধ্যে পায়রা তাপ‌বিদ্যুৎ কেন্দ্র প্রায় সা‌ড়ে ১২শ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক‌রে জাতীয় গ্রী‌ডে সং‌যোগ দি‌চ্ছে। এসবই হ‌চ্ছে শেখ হা‌সিনার অবদান।

মাননীয় প্রধানমন্ত্রী দ‌ক্ষিনাঞ্চল‌কে অন‌্য দৃ‌ষ্টি‌তে দে‌খে, যেকার‌ণে এই অব‌হে‌লিত অঞ্চল এখন সারা‌দে‌শের কা‌ছে উন্নয়‌নের রোল ম‌ডেল। প্রধানমন্ত্রী মানু‌ষের ভাগ‌্য উন্নয়‌নে নিরলসভা‌বে কাজ কর‌ছে। এরই ধারাবা‌হিকতায় বরাব‌রের ন‌্যায় আজ‌কেও আপনা‌দের মা‌ঝে মাননীয় প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর কর‌ছি। বাংলা‌দেশ আওয়ীলী‌গের কে‌ন্দ্রিয় নেতা ও দৈ‌নিক বাংলা‌দেশ বু‌লে‌টিন প‌ত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ এসব কথা ব‌লেন। মঙ্গলবার দুপুরে শহরেরর সিটি সেন্টার অডিটরিয়ামে ( নি‌জের দলীয় পা‌র্টি অ‌ফি‌সে ) ২০ জন সুবিধা ভোগীর কাছে প্রধানমন্ত্রীর ১০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ- সম্পাদক ও গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন সংবাদপত্রের সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।

বিজ্ঞাপন

সরকার দে‌শের উন্নয়‌নে কাজ কর‌ছে :মোহাম্মদ আলী আশরাফ সরকার দে‌শের উন্নয়‌নে কাজ কর‌ছে :মোহাম্মদ আলী আশরাফ উক্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন চৌধুরী, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন এবং গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। এ সময় আলী আশরাফ আরও বলেন, প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চলের প্রতিভু উন্নয়ন করেছেন। তার ত্রাণ তহবিল থেকে অনেক মানুষকে অনুদান প্রদান করা হয়েছে। তিনি আপামর জনসাধারণের কথা চিন্তা করেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আবারো দেশের উন্নয়ন করার সুযোগ করে দেয়ার আহবান জানান তিনি। প্রসঙ্গত তিন‌দি‌নের সং‌ক্ষিপ্ত সফ‌রে মোহাম্মদ আলী আশরাফ গতকাল পটুয়াখালীর দুমকী‌তে ব‌্যস্ত সময় পার ক‌রে‌ছেন। আজ পটুয়াখালী‌তে চেক হস্তান্তর ক‌রেন।

বিকা‌লে পটুয়াখালী সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া ইউ‌নিয়‌নে ২নং ব্রীজ এলাকায় পাচ শতা‌ধিক অসহায় দুঃস্থ‌দের ম‌ধ্যে‌ শীত বস্ত্র কম্বল বিতরণ শে‌ষে এক সুধী সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্ত‌ব‌্য রাখ‌বেন।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক