উইন্ডিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা আসর। কুড়ি ওভারের সবশেষ বিশ্বকাপ একবারেই ভালো যায়নি বাংলাদেশ দলের। এবার তাই ভালো করার প্রত্যয়ে একটু আগেভাগে ছক আঁকা শুরু করেছে টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করার বার্তা দিলেন তাসকিন আহমেদ।

দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এই সিরিজ শুরুর আগে সেন্ট লুসিয়ায় মঙ্গলবার দলীয় অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় সিরিজে নিজেদের লক্ষ্যের কথা জানান তাসকিন।

যেখানে তাসকিন বলেন, ‘প্রত্যেকটি ম্যাচ বা সিরিজ গুরুত্বপূর্ণ, যেহেতু সামনে এশিয়াকাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু বড় ইভেন্টের খেলা আছে, সেহেতু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। অবশ্যই জয়ের জন্যই খেলব।’

বিজ্ঞাপন

জয়ের লক্ষ্য থাকলেও বিশ্বকাপের প্রস্তুতিটা মনের এক কোণে থাকছেই দলের। তাসকিন বললেন, ‘আমরা যেন দীর্ঘমেয়াদী সুযোগগুলো কাজে লাগাতে পারি, নিজেদের উন্নতি করতে পারি, আত্মবিশ্বাসগুলো বেশি করে নিতে পারি। এটাই লক্ষ্য থাকবে যে, এখানে খেলে আমরা সামনে নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি করতে পারি বিশ্বকাপের জন্য।’

চোট কাটিয়ে প্রায় ৩ মাস পর জাতীয় দলে ফিরেছেন তাসকিন। শুরুতে টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকলেও পরে যুক্ত করা হয়েছে তাকে। সফরে দুই ম্যাচের যে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ দল, সে সিরিজে অবশ্য ছিলেন না এই স্পিড স্টার। তবুও তাসকিন জানালেন, পরাজয়ের গ্লানি ভুলে এবার সামনে তাকানো পালা। দলকে জয় উপহার দেওয়ায় তার লক্ষ্য।

তাসকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত শেষ যে সিরিজটা, আমাদের ভালো যায়নি। এখন সামনে একটা টি-টোয়েন্টি সিরিজ আছে, এর পরেই একটা ওয়ানডে সিরিজ। তো যে ভুলাগুলো হয়েছে সেগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করতে হবে। এখন বসে থাকা যাবে না কারণ, সামনে অন্য ফরম্যাটের খেলা আছে। ‌তো অবশ্যই আমরা সামনে যে টি-টোয়েন্টি সিরিজ আছে সেদিকেই তাকিয়ে, টি-টোয়েন্টি নিয়েই পরিকল্পনা করব আমরা সবাই। চাইব ভালো করতে। দেশকে জয় উপহার দিতে।’

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট আনসারে স্বেচ্ছাচারিতা অনিয়ম-দুর্নীতি ও কোটি টাকার চাঁদাবাজি ! বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব ! মহাসড়ক বন্ধ করে জনসভা, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিস্কার রাজশাহীতে দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড সাত কলেজের বিজ্ঞান ইউনিটের আসনবিন্যাস প্রকাশ কুমিল্লার শ্রেষ্ঠ ওসি হলেন কোতোয়ালির ওসি ফিরোজ ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী মাটিরাঙ্গায় অবমুক্ত হলো লজ্জাবতী বানর কাউখালীতে নিখোঁজ ভারসাম্যহীন গৃহবধূর সন্ধান এখনো পাওয়া যায়নি নিয়ামতপুরে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ