তাল গাছের কাঁন্না !

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহীর তানোরে তালগাছের কান্নায় পরিবেশ ভারী ও জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। জানা গেছে, জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা ও বজ্রপাত প্রবণ বরেন্দ্র অঞ্চলে বজ্রপাত প্রতিরোধে, রাস্তার ধারে তালগাছ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্ত্ত দুঃখজনক হলেও সত্য, বিদ্যুৎ সরবরাহ লাইন সম্প্রসারণ কাজে নির্বিচারে এসব তালগাছ হত্যা করা হয়। পরিবেশ বিদগণের ভাষ্য তালগাছ যদি হত্যা করা হবে, তাহলে কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তার ধারে তালগাছসহ বৃক্ষরোপণ কেনো ? স্থানীয়রা জানান, খড়ি বাণিজ্য করতে ঠিকাদারের লোকজন। প্রয়োজন-অপ্রয়োজনে নির্বিচারে বিভিন্ন গাছের ডালাপালা কেটে, তা জ্বালানী হিসেবে বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

সরেজমিন দেখা গেছে, তানোর-বায়া রাস্তায় আকচা, কাশিমবাজার, জিওল-কালীগঞ্জহাট এবং তানোর-তালন্দ প্রায় ৫ কিলোমিটার রাস্তায় নির্বিচারে বিভিন্ন গাছের ডালাপালা কাটা ও খড়ি বিক্রি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদারের অগোচরে সাইড ম্যানেজার আনোয়ার হোসেন এবং মিস্ত্রী ফারুক হোসেন ডালপালা ও কোনো ক্ষেত্রে বড় গাছের অর্ধেক কেটে বিক্রি করছে। কিন্ত্ত পরিপত্র অনুযায়ী গাছ বা বড় আকারের ডাল কেটে বিক্রির কোনো সুযোগ নাই। প্রয়োজনের তাগিদে ছোট-বড় ডাল কাটা যাবে, তবে তা বিক্রি করা যাবে না, সেখানেই রাখতে হবে এলাকার জনসাধারণ এসব ডাল পালা ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত, যশোর এলাকায় ৫০টি তালগাছে কীটনাশক প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা জানাতে গত ৩১ জানুয়ারি শাহরিয়ার আলমকে তলব করেন হাইকোর্ট। বাংলায় দেওয়া আদেশে আদালত বলেন, ‘খবরে উল্লেখিত ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা, সর্বোপরি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের অঙ্গীকার বিবেচনায় নিয়ে স্বপ্রণোদিত রুল দিচ্ছি।’

বিজ্ঞাপন

এবিষয়ে ঠিকাদারের সাইড ম্যানেজার আনোয়ার হোসেন জানান, প্রয়োজন ছাড়া ডালপালা কাটা হয়নি। আবার প্রয়োজনে ডাল কেন গাছ কাটারও হুকুম আছে। আর শ্রমিকদের খরচের জন্য কিছু ডালপালা বিক্রি করা হয়েছে। এসব ছোট বিষয়। এবিষয়ে মিস্ত্রী ফারুক হোসেন জানান, বিদ্যুতের লাইনের জন্য ডালপালা কেন গাছ কাটার কথাও বলা আছে। এবিষয়ে ঠিকাদার শাহিন জানান, প্রয়োজনে গাছ নয় ডাল কাটার কথা। তাল গাছের মাথা কাটায় গাছ মরে গেছে, আর কাটা ডাল পালা বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছের ডাল কাটার পর মরে গেলে কি করার আছে। কিন্ত্ত কত কিলোমিটার, কত টাকার কাজ ও সিডিউল দেখতে চাইলে তিনি সুনির্দিষ্ট তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

এবিষয়ে তানোর নেসকো (পিডিবির) আবাসিক প্রকৌশলী কিবরিয়া জানান,প্রয়োজন ছাড়া ডালপালা কাটা যাবে না, তালগাছের মাথা কাটেনি, অন্য কারনে মরতে পারে, আার কাটা ডালপালা বিক্রির কোন সুযোগ নেই। যদি এমন হয়ে থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত