তানোরে কর্মসৃজন কর্মসুচি অসাহায়দের মুখে হাঁসি ফুটিয়েছে

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহীর তানোরে প্রায় ৪শ’ নিম্ন আয়ের কর্মহীন মানুষের মুখে হাঁসি ফুটিয়েছে কর্মসৃজন কর্মসূচি বা ইজিপিপি প্রকল্প। কর্মহীন এসব নিম্ন আয়ের মানুষেরা সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় কাজ করে জীবীকা নির্বাহ করছে। সচল হয়েছে গ্রামীণ জনপদের রাস্তঘাট রক্ষণাবেক্ষণসহ ছোটোখাটো উন্নয়ন কর্মকান্ড।

জানা গেছে, চলতি ২০২১-২২ অর্থবছরের তানোরে ইজিপিপি ১ম পর্যায়ের প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তঘাট রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, কবরস্থান ও মসজিদ মাদ্রাসার আঙ্গীনা ভরাটকাজ হচ্ছে। জলাবদ্ধতা দূরীকরণে চলছে নালা-নর্দমা সংস্কার। উপজেলার সাত ইউনিয়নে নেয়া ১৬টি প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৭ লাখ টাকা। এসব প্রকল্পের আওতায় ৪৪৬ জন শ্রমিক দৈনিক ৪০০ টাকা করে মজুরি পাচ্ছেন। গত ২৬ নভেম্বর প্রকল্পের কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সাংসদের নির্দেশনায় তার প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম প্রতিটি প্রকল্পে সরেজমিন গিয়ে শতভাগ কাজ আদায় করছেন। ফলে এর সুফল পাচ্ছে গ্রামীণ লোকজন। এসব কাজ পেয়ে সংসারের চাকা সচল রেখেছেন নিম্ন আয়ের কর্মহীন এসব মানুষ। গত কয়েক দিনে উপজেলার সাত ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্প সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে কর্মযজ্ঞ। প্রত্যেকটি প্রকল্পে শ্রমিকরা কাজ করছেন স্বাস্থ্যবিধি মেনে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজের তদারকি করছেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দফতর জানায়, প্রত্যেকটি প্রকল্পে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। তিনি সার্বক্ষনিকভাবে এসব কাজের তদারকি করছেন। এদিকে সংশ্লিস্ট শ্রমিকদের ব্যাংক হিসাব নম্বরে সরাসরি টাকা দেয়ায় এসব প্রকল্পে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নাই। কামারগাঁ ইউপির সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক ও লুৎফর রহমান বলেন, এবার যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করানো হচ্ছে তাতে অনিয়ম-দুর্নীতি করার কোনো সুযোগ নাই। অধিকাংশক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিন প্রতিটি প্রকল্পে কাজের খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াাও প্রকল্পের সভাপতি-সম্পাদকদের সঙ্গে কথা বলছেন কাজ তদারকি করছেন ইউএনও। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম সবার সঙ্গে সমন্বয় করে শতভাগ কাজ আদায়ে আপ্রাণ চেষ্টা করছেন।

উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) একটি প্রকল্পের সভাপতি জানিয়েছেন, অতি-দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় এলাকায় অনেক মানুষের কাজের সুযোগ হয়েছে। ইজিপিপি ১ম পর্যায়ের প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করছেন তহমিনা বেগম, নুরজাহান বেওয়া, আখলিমা বেগম, রিনা বিবি কাজ পেয়ে তারাও খুশি।

তারা জানান, গ্রামে এখন তেমন কাজকাম নাই।অনেকেই কৃষি শ্রমিক হিসেবে কাজ করলেও এখন অনেকটা বেকার। কিন্তু তারা ইজিপিপি প্রকল্পের কাজ করছেন কাজ শেষে নায্য মজুরিও পাচ্ছেন। ফলে কঠিন সময়ে তারা পরিবার-পরিজন নিয়ে টিকে রয়েছেন।

বিজ্ঞাপন

কাজের গুনগত মানে সন্তুষ্ট উপজেলার বাধাঁইড় ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান ও কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ জানান, কাজ ভালো হচ্ছে। তারা শতভাগ কাজ আদায় করে নিচ্ছেন। এই প্রকল্পে এলাকার উন্নয়নকাজ গতিশীল রয়েছে। তাছাড়া অতিদরিদ্র ও বেকারদের কাজের সুযোগ হওয়ায় দারিদ্র কমাতেও ভূমিকা রেখেছে এসব প্রকল্প।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, গ্রাম-বাংলার দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন করতে পারলে আমাদের ধনী দরিদ্রের ব্যবধান কমে আসবে। তাই দায়িত্ব গ্রহণের পর থেকেই তানোরের দারিদ্র্য বিমোচনের সরকারের প্রতিটি কর্মসূচীগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছি। যা আগামীতে অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট