টেকনাফে হোয়াইক্যংয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হোয়াইক্যং গরুর হাট বাজার ঘুড়ে দেখা যায় ক্রেতাদের চাহিদা মাঝারি সাইজের দেশীয় গরু । বাজার ঘুড়ে দেখা য়ায় অন্য বাজারের তুলনায় এই বাজারের গরু-ছাগলের দাম স্বাভাবিক দেখা গেছে। তবে বিক্রেতা ও ক্রেতারা উভয়েই বলেছেন, আগামী হাট থেকে উপজেলার বিভিন্ন বাজারে ঈদের আগের দিন পর্যন্ত হাটগুলোতে কেনা-বেচা বেশি হবে। তাদের প্রত্যাশা ওই হাটে বেচাকেনা আরও ভালো হবে।

পবিত্র ঈদুল আযাহা কে কেন্দ্র করে জমে উঠেছে হোয়াইক্যং বাজার গরু, মহিষ ও ছাগলের হাট।

প্রতিবারের ন্যায় বছর ঘুরে ঘনিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা । ঈদকে ঘিরে টেকনাফ উপজেলার বিভিন্ন হাটে-বাজারে প্রচুর গরু ও ছাগল নিয়ে হাটে ভিড় করছে বিক্রেতারা।

বিজ্ঞাপন

সোমবার (০৪জুলাই) হোয়াইক্যং পশুর হাটে ঘুরে দেখা যায়, ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও তেমন বিক্রি বাড়েনি উপজেলার বিভিন্ন হাটগুলোতে।

হাটের নিজস্ব জায়গা না থাকায়, কয়েকটি ইউনিয়নে কুরবানীর পশুর হাট বাজারের নিকটতম খেলার মাঠে ও খুলা জায়গায় করা হয়েছে, হাটে গরু, মহিষ,ছাগল সব দেশি জাতের।

হোয়াইক্যং হাটে গরু বিক্রয় করতে আসা মোঃ মাহবু সাওদাগর বলেন,,আমি ১২ টা গরু নিয়ে শাপলাপুর থেকে হোয়াইক্যং বাজারে এসেছি,সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত ৫ টা গরু বিক্রি করি,,ক্রেতারা গরু দেখে দেখে চলে যায়,,যা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ।

বিজ্ঞাপন

হোয়াইক্যং হাটে গরু বিক্রয় করতে আসা মোঃ ছৈয়দ এর সাথে কথা বলে জানা যায় , তিনি ৩৫ টি গরু নিয়ে বাজারে আসেন, ক্রেতারা গরু কিনতে এসে অনেক দামাদামি করে, তার মধ্যে আমাদের চাহিদা মত আমরা গরু বিক্রি করতে পারছি না,সকাল থেকে বিকাল পর্যন্ত মাত্র ৬ টি গরু বিক্রি করি।

হাটের আরও বেশকিছু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ আরো কয়েক দিন বাকি আছে, তাই কুরবানির পশুর হাটে পর্যাপ্ত গরু-ছাগল উঠলেও বেচা-কেনা তেমন চোখে পড়ার মত নয়।

হাট ঘুরে আরও জানা যায়, গরু পালন করতে ইদানীং খরচের পরিমাণ অনেক বাড়তি হয়েছে, তাই কম দামে গরু বিক্রি করলে পালনকারীর মুনাফা আসবেনা। কুরবানির পশুর হাটে গরু-ছাগলের দামে অধিকাংশ ক্রেতারা সন্তুষ্ট।

এইদিকে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে হোয়াইক্যং বাজারে কোরবানী পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনা করা হয় এবং কোরবানীর জন্য রোগা গরু বিক্রি করছে কিনা তা তদারিক করা হয়।

হোয়াইক্যং হাটের ইজারাদার মোঃ হারুন উর রশীদ বলেন,হোয়াইক্যং কুরবানির পশুর হাটের বাজার উন্নত মানের করা হয়েছে,এই বছর বাহির থেকে কোন গরু মহিষ আসে নাই, সব দেশি গরু মহিষ ও ছাগল।

কুরবানির হাট বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও রয়েছে, হাট বাজারে সমাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। সার্বক্ষনিক হাট বাজার মনিটরিং করা হচ্ছে।

আগামী হাটগুলো থেকে আশা করছি পর্যাপ্ত গরু বিক্রি হবে। এখনো ঈদের কয়েকদিন বাকি আছে। বিক্রির মূল্য সময় এখনো আসেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক