জয়পুরহাটে বিজিবির জব্দকৃত প্রায় ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি কর্তৃক গত চার বছরের জব্দকৃত ১৯ কোটি টাকার ঊর্ধ্বে বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্পের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান শফিক।

অন্যান্যের মধ্য বক্তব্য দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাসেদ আসগর ও জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গিয়াস উদ্দিন, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে ২০ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকা হতে ১৬ নভেম্বর ২০১৯ থেকে ২৭ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত জব্দকৃত প্রায় ১৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১ লাখ ২৩ হাজার ২১৬ বোতল ফেনসিডিল, ৩২.৬ লিটার লুজ ফেন্সিডিল, ৯ হাজার ৫১০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ১৬৫.৫ লিটার লুজ মদ, ০. ৩৯২ কেজি হেরোইন, প্রায় ৩৮৬ কেজি গাঁজা, ৪৩ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ১২ হাজার ২৯ বোতল এমকেডিল, ৭ হাজার ৭৩ বোতল ফেয়ারডিল, ১ লাখ ৬০ হাজার ৮৯ পিস বিভিন্ন নেশাজাতীয় ইঞ্জেকশন, ২ হাজার ১৩৪ বোতল স্কাফ সিরাপ, ১৯৭ বোতল বিয়ার, ৩০৩ বোতল কফিডিল, ৭ লাখ ৬৫ হাজার ৮৬৭ পিস বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট, ৪ হাজার ৩৭৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৪৮৬ বোতল ফেন্সিগ্রীপ ও ৬৬৩ প্যাকেট বিড়ি।

প্রধান অতিথির বক্তব্যে, বিজিবি’র রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান শফিক বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ ও কার্ধকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা পূর্বের যেকোনো সময়ের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় বিজিবি প্রতিনিয়ত সারাদেশে সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হচ্ছে। জয়পুরহাট ব্যাটালিরনও এক্ষেত্রে পিছিয়ে নেই। তিনি মাদক চোরাচালান প্রতিরোধে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য জয়পুরহাট ব্যাটালিয়নের ভূয়সী প্রশংসা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ!