জবি মিলনায়তনে নষ্ট এসি, মেরামতে অসামর্থ্য প্রশাসন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র এবং কেন্দ্রীয় মিলনায়তন বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায়, যার ভিতরে প্রায় বিশটি এসির সবগুলোই নষ্ট।

৩৬ টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউট মিলিয়ে প্রায় বিশ হাজার শিক্ষার্থী ও সাতশত শিক্ষক নিয়ে রাজধানী ঢাকায় সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবাসিক সুবিধাবঞ্চিত এতো এতো শিক্ষার্থীর সুখ, দুঃখ, আনন্দ সব এই ক্যাম্পসকে ঘিরেই।

বছরে একবার বিভাগের নবীনবরণ,প্রক্তনদের পূনর্মিলনী, কতিপয় কিছু সেমিনার আর অনুষ্ঠানাদি সম্পন্ন করেই আনন্দ উৎসব চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন

যার মূল ভেন্যু নির্ধারিত হয় কেন্দ্রীয় মিলনায়তন। ৩৮ টি বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২৫টির বেশি সংগঠনের অনুষ্ঠান যেখানে সম্পন্ন হয় সেখানে নেই প্রয়োজনীয় সুবিধা সমূহ।
অডিটোরিয়ামে থাকা ২০ টি এসি, যার একটিও কার্যকর না। ধারনক্ষমতা কম অথচ অধিকাংশ চেয়ার ভাঙা।

কোনোমতে কাজ চলে এমন এক জোড়া সাউন্ড সিস্টেম থাকলেও প্রজেক্টরের ব্যবস্থা নেই সেখানে।বিশেষ অতিথি হিসেবে মান্যগন্য লোকজনদের বিশ্ববিদ্যালয়ের নিয়ে আসলেও বসতে দেওয়ার মতো গেই গেস্টরুম।
অডিটোরিয়াম এর এতো সমস্যা জানার পরেও কারো কোনো উদ্বেগ নেই। বিশ্ববিদ্যালয়ের জাতীয় কিংবা আন্তর্জাতিক মানের কোনো কনফারেন্স করতে চাইলে পোহাতে হয় বিরাট ধকল।

অডিটোরিয়ামে প্রোগ্রাম শেষ করে হতাশার সুরে কিছু শিক্ষার্থী জানায়, ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটু মান সম্পন্ন অডিটোরিয়াম না থাকা সত্যিই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমস্যা থাকলেও বাজেটে কেনো শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে যথাযোগ্য উদ্যোগ নেওয়া হয় না, সে বিষয়ে প্রশাসনের জোড়দার নজর দেওয়া দরকার।

বিজ্ঞাপন

এ বিষয়ে কথা বলতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, “এসি তো চলবে না। আমরা এগুলো ঠিক করার জন্য স্পন্সর চেয়েছি। টাকা পেলে কাজ করবো।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যানের পরিচালক অধ্যাপক ড আইনুল ইসলাম বলেন, ” এটা নিয়ে আমি উদ্যোগ নিচ্ছি। এক জায়গায় আমরা এক লক্ষ টাকা স্পন্সর চেয়েছি। টাকা পেলেই কাজ শুরু হবে।”

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরে তলব করে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংস্কার খাত থেকে টাকা নিয়ে কাজ করা হয়। তবে অডিটোরিয়াম এর আলাদা কোনো বাজেট বরাদ্দ নেই। বড় সংস্কার প্রয়োজন হলে বাইরে থেকে স্পন্সর নেওয়ার চেষ্টা করা হয়। প্রকৌশলী দপ্তরই এ বিষয়টি দেখেন।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই অডিটোরিয়ামটি সংস্কার করা ও শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে দ্রুততম সময়ে উদ্যোগ নিতে দায়িত্বপ্রাপ্তরা যদি অসামর্থ্য হয় তবে উর্দ্ধতনদের দৃষ্টি আকর্ষণ এখন সময়ের দাবী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট আনসারে স্বেচ্ছাচারিতা অনিয়ম-দুর্নীতি ও কোটি টাকার চাঁদাবাজি ! বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব ! মহাসড়ক বন্ধ করে জনসভা, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিস্কার রাজশাহীতে দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড সাত কলেজের বিজ্ঞান ইউনিটের আসনবিন্যাস প্রকাশ কুমিল্লার শ্রেষ্ঠ ওসি হলেন কোতোয়ালির ওসি ফিরোজ ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী মাটিরাঙ্গায় অবমুক্ত হলো লজ্জাবতী বানর কাউখালীতে নিখোঁজ ভারসাম্যহীন গৃহবধূর সন্ধান এখনো পাওয়া যায়নি নিয়ামতপুরে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ